0
পত্রিকা প্রতিনিধি : দুই পণ্যবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত দুই গাড়ির চালক। ঘটনাটি ঘটে রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঘাটাল রামজীবনপুর রাজ্য সড়কের ওপর বামারিয়া এলাকায়। পুলিশ জানায় ঘাটাল থেকে রামজীবনপুর গামী একটি গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির সাথে অপর দিক থেকে আসা এক পন্যবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষে হলে আহত দুই গাড়ির চালক। খবর পেয়ে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে দুই চালকে নিয়ে যায় চিকিৎসার জন্য হাসপাতালে।ঘটনার জেরে সাতসকালে রাজ্য সড়কে দেখা দেয় তীব্র যানজট, পুলিশ গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল সচল করে।