0
পত্রিকা প্রতিনিধি: সাতসকালে আদিবাসী যুবতীকে শ্লীলতাহানী। অভিযোগ পেয়ে গ্রেপ্তার করা হলো ২ যুবককে। জানা গিয়েছে রবিবার সকালে চন্দ্রকোনা থানা গোপসাই বাজার এলাকায় শুনশান রাস্তায় একা পেয়ে দুই যুবক এক আদিবাসী যুবতীর শ্লীলতাহানির করে। এরপর ওই যুবতী লিখিত অভিযোগ দায়ের করে চন্দ্রকোনা থানায়। তদন্তে নেমে তৎপরতার সাথে ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। কালিপদ আড়ি ও বিল্টু রায় নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদ করছে চন্দ্রকোনা থানার পুলিশ।