0
পত্রিকা প্রতিনিধি : বিজেপির মণ্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ চন্দ্রকোনার বালা গ্রামে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ বিজেপির চন্দ্রকোনার দক্ষিণ মন্ডলের সভাপতি রাজিব পালের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় শুক্রবার গভীর রাতে। জানা গিয়েছে শুক্রবার বিজেপির এক ডেপুটেশন কে কেন্দ্র করে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল চন্দ্রকোনার বালা সহ বেশ কয়েকটি এলাকায়। রাতে মন্ডল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব।