Campaign Against Synthetic Manja
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশু পাখির পাশাপাশি মানুষের মৃত্যুও ঘটেছে ঘুড়ি ওড়ানোর সিন্থেটিক মাঞ্জা সুতোয়। ওই সুতো বিক্রি বন্ধে মেদিনীপুর শহরে অভিযান চালালো কোতয়ালী থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভা। চলতি কথায় একে চিনা মাঞ্জা বলেই লোকে চেনে। শুক্রবার শহরের মিঞাবাজার ও সংলগ্ন বিভিন্ন ঘুড়ি দোকানগুলিতে অভিযান চালায় পৌর আধিকারিকরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রবণতা বেশি শহরে। তার আগেই এই অভিযান। গত বছর মেদিনীপুর শহরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোয় কাটা পড়েছিল একটি চিলের ডানা। স্থানীয়দের অভিযোগ ছিল, ঘুড়ি ওড়ানোর সিন্থেটিক মাঞ্জা সুতো নিষিদ্ধ হলেও প্রশাসন কড়া পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, এই সুতোয় রাজ্যে একাধিক জনের প্রাণও গিয়েছে।
আরও পড়ুন : হাতির গতিপথে বাধা! ভাঙল বাড়ি, মৃত্যু গবাদি পশুর
Campaign Against Synthetic Manja
কলকাতা হাইকোর্ট নিষেধাজ্ঞা করেছে চিনা মাঞ্জা সুতো ব্যবহারের। এদিন বেশ কয়েকটি দোকান থেকে চিনা মাঞ্জা সুতো বাজেয়াপ্ত করেছে। এক পৌর আধিকারিক বলেন, চিনা মাঞ্জা সুতো বিক্রি বন্ধে এদিন সতর্ক করা হয়েছে। এরপর কড়া পদক্ষেপ নেওয়া হবে। পৌরসভার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। তাদের দাবি, প্রশাসন নিয়মিত অভিযান চালাক।
আরও পড়ুন : মেদিনীপুর সদরেও আবাস যোজনা দুর্নীতিতে কেন্দ্রীয় দল আনার দাবি ভারতী ঘোষের
আরও পড়ুন : হকির জাদুকর ধ্যানচাঁদের মূর্তি থেকে হকি স্টিক ভেঙে দিলো দুস্কৃতিরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Campaign Against Synthetic Manja
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper