পত্রিকা প্রতিনিধি: করোনা আতঙ্কের মাঝে ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা। এবার খোদ ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম এ বিজেপির জেলা কমিটির সদস্য নিরঞ্জন মাহাত ও গোপাল মান্নার নেতৃত্বে ঝাড়গ্রাম এর বিএমওএইচ ডাঃ রনজিৎ ভট্টাচার্য কে মারধর করে তার গাড়ি ভাঙচুর করে কিছু কর্মী। এরা সকলেই নতুন দায়িত্ব প্রাপ্ত বিএমওএইচ মানিক সিং ও তার লোকজন।
চার্জ নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে লোক এনে হাসপাতালে ডাঃ রনজিৎ ভট্টাচার্য র গাড়ি ভাঙচুর করে তাঁকে মার ধর করে। গুরুতর আহত অবস্থায় ডাঃরনজিৎ হাসপাতালে আশ্রয় নেয়। প্রায় ৬ঘন্টা পর পুলিশ তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসে সেখানে তার সিটিস্ক্যান করাতে হয়।
সমস্ত ঘটনা ঘটে পুলিশের সামনে বলে অভিযোগ। এর পরে বহিরা গতরা হাসপাতাল ঘিড়ে রাখে। অন্ধকার নামলে পুলিশ বহিরাগত দের বার করে দেয়। এলাকার মানুষের অভিযোগ ডাঃরনজিৎ নিজেও কাজ করতেন অন্যদের ও কাজ করাতেন যা অনেকের ই অপছন্দ। অসামাজিক কাজ বন্ধ হয়ে গেছিলো। তার জন্য মানিক সিং এলে তাদের অাবার সুবিধা হবে।
অাজ অর্ডার হওয়ার পর প্রশাসনিক কাজ সম্পূন্য হয়নি বলে বর্তমান বিএমওএইচ ডাঃরনজিৎ ভট্টাচার্য ঝাড়গ্রামে এসেছিলেন। তখনি ডাক্তার মানিক সিং লোকজন নিয়ে হাসপাতালে পৌছায়। এবং তার লোকদের উস্কে রনজিৎ এর উপর চড়াও হয়।
কোরোনা আবহে যখন এলাকায় ভালো কাজ করছেন ঠিক তখনি সিএমওএইচ ও জেলা শাসক চক্রান্ত করে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ।
0