পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর বিজেপির ফ্লেক্স ও ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার রাধাবল্লভচক এলাকায়। তবে এই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা এলাকায়। উল্লেখ্য, রাধাবল্লভচক গজেন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার বিজেপির তরফ থেকে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। আর সেই মেলাকে উপলক্ষ করে তার আগে বিভিন্ন জায়গায় বিজেপির ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়। তারপর রাতের অন্ধকারে সুযোগ বুঝে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ব্যানার ও ফ্লেক্স ছিড়ে ফেলে বলে অভিযোগ ।
তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশীস মণ্ডল বলেন, নির্বাচনের আগে ময়না বিধানসভা এলাকায় তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তারা এলাকায় রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে। এই রকম করে মানুষের মন মুছে ফেলা যাবে। নির্বাচনে মানুষ তার যোগ্য জবাব দেবে।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর মামুদ হোসেন বলেন, বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা। আদি ও নব্য বিজেপির লড়াই শুরু হয়েছে । আর নব্য বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। এই ঘটনায় সঙ্গে তৃণমূলের কোনো কর্মী যুক্ত নয়। তবে ঘটনাকে ঘিরে এলাকায় যাতে এই পুনরায় না উত্তেজনা ছড়ায় তার জন্য সর্বদা সজাগ রয়েছে ময়না থানার পুলিশ ।