প্রত্রিকা প্রতিনিধিঃ রাতের আন্ধকারে ভয়াবহ আগুনে পুড়ে গেল বিজেপির স্থানীয় বুথ সভাপতি উত্তম বারিকের বসতি বাড়ি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার মহিষদা এলাকায়। স্থনীয় সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে হঠাৎ তাঁর বাড়িতে আগুন লেগেছে বলে বুঝতে পারেন ওই ব্যক্তি।
এরপর ঘটনাটি বুঝতে পেরে সপরিবারে বাড়ির বাইরে চলে আসেন। তারপর বাইরে বেরিয়ে এসে দেখেন তাদের বাড়ির খড়ের চালে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর এই ঘটনাটি দেখতে পেয়ে সপরিবারে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা চিৎকার শুনে দৌড়ে আসে। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কেশপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। তবে কিভাবে খড়ের চালের আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিজেপির দাবি, কেউ বা কারা রাতের আন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যই এই আগুন লাগানো হতে পারে বলে অভিযোগ । তবে গ্রামবাসীদের অনেকেই মনে করছেন শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
বিজেপি নেতার দাবি, যেই জায়গায় আগুন লেগেছে সেখানে শট সার্কিট হওয়ারই কথা নয়। পরিকল্পিত ভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে এই আগুন দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ মিথ্যো বলে এলাকার তৃণমূলের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী বলেন, কীভাবে ওনার বাড়ি আগুন লেগেছে তা আমরা জানি না। তৃণমূল এসব কাজে যুক্ত থাকে না। আচমকা আগুন। আগুন লাগার এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং। তবে কি কারনে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।