Birendra Setu : The vehicular crossing in bamboo bridge at Amtala in Medinipur has been closed.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বন্ধ করা হল মেদিনীপুরের আমতলা সংলগ্ন বাঁশের সাঁকোয় যান নিয়ে পারাপার। মেদিনীপুর পৌরসভার দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় ,মেদিনীপুর সংলগ্ন মোহনপুর সেতুতে (বীরেন্দ্র সেতু) যান চলাচল বন্ধ থাকায় যান নিয়ে পারাপারের চাপ বাড়ে আমতলা সংলগ্ন বাঁশের সাঁকোয়। কংসাবতী নদীতে ৩০-৩৫ ফুট জল থাকায় যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সেজন্যই জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ওই সাঁকোয় শুধু পায়ে হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে। কোনোরকম গাড়ি, স্কুটার বা মোটর সাইকেল নিয়ে পারাপার করা যাবে না। প্রসঙ্গত,বন্ধ মোহনপুর সেতু, বাঁশের সাঁকোতে ভিড় নিয়ন্ত্রণে পুলিশ। ৯৬ ঘন্টা বন্ধ থাকছে জাতীয় সড়কে কংসাবতী নদীর ওপর থাকা মোহনপুর সেতু। যার ভার পরীক্ষা হবে বলেই জানিয়েছিলেন জেলা প্রশাসন।
Birendra Setu
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
তারপরেই মেদিনীপুর-খড়্গপুর যোগাযোগে বিভ্রাট সৃষ্টি হয়। তবে বিকল্প আমতলার কাছে কংসাবতী নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত শুরু হয়েছে। সেখানে যে ভিড় বাড়বে তা আশঙ্কা করেই মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন, এমনকি বিপর্যয় মোকাবিলা দপ্তরও। রাখা হয়েছে নৌকাও। যাতে কোনরকম সৃষ্টি না হয় তার জন্য রয়েছে পুলিশের ট্রাফিক ব্যবস্থা। শনিবার সকাল থেকে এমনই চিত্র দেখা গেল মেদিনীপুর শহর সংলগ্ন আমতলা ঘাটে।
আরও পড়ুন : জেলায় কন্যাশ্রীতে প্রথম সোনাখালি হাইস্কুল ও মেদিনীপুর সিটি কলেজ
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চাল
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Birendra Setu
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper