Home » ক্ষোভ প্রকাশ করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিলকিসের

ক্ষোভ প্রকাশ করেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিলকিসের

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: এবার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই বড়সড় নেতৃ তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি এলাকায় বিজেপির কৃষি বিল সমর্থনের মিছিলে বিজেপিতে যোগ দিলেন বিলকিস খানম্। ২০১১ সালের খড়্গপুর গ্রামীণ বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেচিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। জানা যায় ,তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র দেবাশিষ চৌধুরির ঘনিষ্ঠ ছিলেন তৃণমূল নেত্রী বিলকিস, বলে জানা যায়। BJP, BJP, Candidate of Kharagpur Bidhansabha TMC, Medinipur BJP

BJP, TMC, BJP TO TMC, Bilkis Khanam, Kharagpur BJP, KharagpuR TMC NEWS
বিজেপির কৃষি বিল সমর্থনের মিছিলে বিজেপিতে যোগ দিলেন বিলকিস খানম্


বিশেষ সূত্রের খবর,জেলা কমিটির ব্যাপক রদবদল হওয়ায় কোনোভাবেই জায়গা পাননি দেবাশীষ চৌধুরীর অনুগামীরা। সমস্ত পদ দখল করে নেন খড়্গপুর বিধানসভার বিধায়ক প্রদীপ সরকারের ঘনিষ্ঠ অনুগামীরা। এরপরেই শুরু হয় তৃণমূলের মধ্যে চরম গোষ্ঠী কোন্দল। ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী-র ঘনিষ্ঠ বিলকিস। আজ রবিবার মেদিনীপুর সদর ব্লকের শিরোনাম এলাকায় বিজেপির কৃষি বিল সমর্থনের মিছিলে বিজেপিতে যোগ দেন তৃণমূলের নেত্রী বিলকিস খানম্। যা নিয়ে খড়্গপুর শহর বাসী সহ বিভিন্ন মহলের প্রশ্ন, এর পরেওকি কোনো বড় তৃণমূলের নেতৃত্ব যোগ দিতে যাচ্ছেন বিজেপিতে?

আরো পড়ুন- দাঁতনে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক যুবক


অপরদিকে বিলকিস জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তৃণমূলের হয়ে সিপিএমের বিরুদ্ধে যারা দীর্ঘদিন ধরে দিন-রাত লড়াই করেছেন, তাদেরকেই দল থেকে কোনো পদ দেওয়া হয়নি। বরং যারা দিন রাত নেতাদের চামচামি করছে দল থেকে তাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও বিধায়ক প্রদীপ সরকার ঘনিষ্ঠ লোকেদের পদ দেওয়া হচ্ছে।”এর পাশাপাশি তিনি আরও জানান , “শাসকদল বারবারই বিজেপিকে জাত-পাত বিরোধী ও সাম্প্রদায়িক বলে মন্তব্য করে। আমি নিজে মুসলিম হয়ে বলছি , এধরণের রাজনীতি করছে তৃণমূল নিজেই।”তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “বিলকিসের মতো নেতৃত্ব পদের লোভে রাজনীতি করেন, পদ না পাওয়ায় বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন। তাঁর মতো নেতৃত্বের জায়গা নেই তৃণমূলে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.