0
পত্রিকা প্রতিনিধি: লকডাউনের জেরে বন্ধ সব কাজ।লকডাউনের সময় থেকে প্রায় চারমাস বন্ধ কাজ।ছেলের খাওয়ার দোকান ছিল।লকডাউনে তাও বন্ধ।সোমবার সন্ধ্যা ৮ টা নাগাদ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির।মৃতের নাম দুর্গাপদ কর(৪৮)।বাড়ি বেলদা থানার সুভাষপল্লি এলাকায়।জানা গিয়েছে বেলদা স্টেশন থেকে অনতিদূরে সুভাষপল্লি রেল গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দেয়।পরিবার সুত্রে খবর লকডাউনের কারণে বাড়িতে বন্দি পেশায় বাসের কনডাকটর দূর্গাপদ কর।বাড়িতে ছেলেও পরিবারের লোকজনে আর্থিক অনটন দেখা যায়।ধার দেনার কারণে মানসিক অবসাদ থেকে ঘটনা বলে মত পরিবারের।