0
পত্রিকা প্রতিনিধঃ এবার পরিযায়ী নয়,এক প্রাথমিক শিক্ষকের দেহে মিলল করোনা ভাইরাসের হদিশ।পেশায় শিক্ষক,এক বিজ্ঞান মঞ্চের কর্মীর সোমবার নমুনা সংগ্রহের পর বুধবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে।পশ্চিম মেদিনীপুরের বেলদার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে পেশায় শিক্ষক ওই বিজ্ঞান মঞ্চের কর্মী শেষ সপ্তাহে দাদার চিকিৎসার কারণে মেদিনীপুর গিয়েছিলেন।দিন কয়েক আগে থেকেই করোনা উপসর্গ নিয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে সোমবার নমুনা সংগ্রহ হয়।বুধবার রিপোর্ট পজিটিভ আসে।রিপোর্ট আসতে স্বাস্থ্য দপ্তরেরর কর্মী ও বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।পুলিস ও স্বাস্থ্য দপ্তর হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে।প্রত্যক্ষ সংস্পর্শে কারা এসেছেন তার খোঁজ চালাচ্ছে পুলিশ।