belda news bengali, Railway News, Bjp News, medinipur news, Biplabi sabyasachi news, bengali latest news, paschim medinipur news
পত্রিকা প্রতিনিধি: ৪৮ ঘন্টার মধ্যে রেলে জায়গার উপরে থাকা মন্ডল সভাপতির দলীয় কার্যালয় সরানোর নির্দেশ দেওয়া হয় বিজেপিকে।যদিও এই নিয়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক চাঞ্চল্য।রেল দপ্তরে পক্ষ থেকে একটি নোটিশ জারি করে ৪৮ঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। belda news bengali
তারপরই রেল কর্তৃপক্ষের তরফে ভেঙে ফেলা হল বিজেপির মন্ডল অফিস।শনিবার সকালে রেলের পক্ষ থেকে পুলিশি পাহারায় ভেঙে ফেলা হয়।বৃহস্পতিবার সকাল নাগাদ দলীয় কার্যালয় থেকে সরে যাওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়,বলা হয় ৪৮ ঘন্টার মধ্যে রেলের জায়গায় থাকা কার্যালয় ফাঁকা করে দিতে হবে।
আরও পড়ুন- করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলদা হাসপাতালের এক কর্মীর
সেই মোতাবেক বেলদার বিজেপি মন্ডল সভাপতির কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হল বৃহস্পতিবার।এদিন সকাল থেকে পার্টি অফিস সহ বেশ কয়েকটি রেলের জায়গার উপর থাকা বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে নারায়ণগড় বিজেপি মন্ডল সভাপতি শুভাশিষ মহাপাত্র জানিয়েছেন-“রেলের উন্নয়নের জন্য এই কার্যালয় ছেড়ে দেওয়া হল।”
প্রসঙ্গত রেলওয়ে ওয়ার্কারস ইউনিয়নের পক্ষ থেকে নব্বই এর দশকে রেলের জায়গায় গড়ে উঠেছিল সিপিআইএম এর সংগঠনের সিটুর কার্যালয়।পাশেই গড়ে উঠেছিল রেলকর্মীদের জন্য থাকার রেস্ট হাউস।রেলের জায়গায় থাকা রেলের ঘরেই গড়ে উঠেছিল বিজেপির কার্যালয়।বিজেপির বক্তব্য-“সিটুর কর্মীদের কার্যালয় ছিল।
আরও পড়ুন-জেলায় রেকর্ড সংক্রমণ, মেদিনীপুর শহরের ২৩ জন ও খড়্গপুরের এক দুই বছরের শিশু সহ করোনায় মোট আক্রান্ত ৭২
পরে তা ২০১১ তে ক্ষমতায় এসে দখল নেয় তৃণমূল।এরপর লোকসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর সিপিআইএম সমর্থিত কর্মীরা যোগ দেয় বিজেপিতে।পরে তারা হস্তান্তর করলে দলীয় কার্যালয় দখলে আসে বিজেপির।তৃতীয় লাইনের সম্প্রসারণের কারণে এদিন ভেঙে ফেলা হয় রেলের জায়গায় থাকা বেশ কয়েকটি বাড়িও।তবে সমস্যার কথা মাথায় রেখে ছিল কড়া পুলিশি পাহারা।
- আরও পড়ুন- আজকের পত্রিকা- ২২ আগষট ২০২০, বাং- ৫ ভাদ্র ১৪২৭
- লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
4 comments
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
Comments are closed.