এবার পুজোয় ভিড় বাড়তে পারে মন্দির গুলিতে।তাই পুজোর আগে করোনা সচেতনতায় মন্দির চত্ত্বর স্যানিটাইজ এবং সৌন্দর্য্যায়নের কাজ হল বুধবার।প্রসঙ্গত জনস্বার্থ মামলার ভিত্তিতে পুজোর দিন গুলিতে পুজো মণ্ডপে ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। Belda, Belda, Paschim medinipur news, Latest bengali news, Bengal news
আরো পড়ুন- পটাশপুরে ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত ৫
পুষ্পাঞ্জলি থেকে পুজার কারণে তাই মন্দিরগুলিতে বাড়তে পারে ভিড়। সেই কথা মাথায় রেখে বুধবার বেলদা থানা এলাকার দেউলী গ্রামবাসীদের পক্ষ থেকে শিব ও শীতলা মন্দিরের চারপাশ পরিস্কার করে জীবাণুমুক্ত করার কাজ চালানো হয়। প্রতিবছর মন্দিরে অনেকেই অঞ্জলি ও পুজো দিতে আসেন। দেশস্থ মন্দিরে দুর্গাপুজো হয় প্রতিটা বছর। এদিন করোনা বিধি মেনে ভক্তদের মন্দিরে প্রবেশের ক্ষেত্রে কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।বুধবার সকাল থেকে দেউলী গ্রাম কমিটির পক্ষ থেকে এদিন জীবাণুনাশক স্প্রে করা হয়। পরিস্কার পরিচ্ছন্ন করা হয় মন্দির চত্বর।
আরো পড়ুন- বালিপালের মা কেঁদুয়াবুড়িই পুজিত হন দেবী দূর্গা রূপে
কেন এই পদক্ষেপ ? গ্রাম কমিটির সম্পাদক পরেশ নন্দী বলেন,” পুজো মণ্ডপে দর্শক বা ভক্তেরা ঢুকতে পারবেন না। মন্দিরেও বহু মানুষ পুজো দিতে আসেন। যেহেতু মন্ডপে ঢুকে পুজা দেওয়া তে বাধা রয়েছে তাই এবারে সেই সংখ্যাটা বাড়তে পারে। তাই করোনা বিধির কথা মাথায় রেখে নানা পদক্ষেপ করতে হচ্ছে।”মন্দির চত্ত্বর স্যানিটাইজ ও সৌন্দর্য্যায়নে খুশি এলাকাবাসী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi