belda corona news bengali, belda news, medinipur news, biplabi sabyasachi, belda latest news, belda corona news bengali, belda corona news bengali
পত্রিকা প্রতিনিধি: করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যু হাসপাতাল কর্মীর, বাড়ছে আতঙ্ক। এবার করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা এক যোদ্ধার মৃত্যুকে ঘিরে তৈরী হয়েছে আতঙ্ক।জানা গিয়েছে তিনি বেলদা থানার মান্না অঞ্চলের রামনগর গ্রামের বাসিন্দা।পরিবার সূত্রের খবর, ওই ব্যক্তি বেলদা গ্রামীন হাসপাতালের গ্রুপ ডি বিভাগে কর্মরত ছিলেন।গত ১৪ই আগস্ট অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এলে তাকে পাঠানো হয় শালবনী করোনা হাসপাতালে।সাতদিন ধরে শালবনী করোনা হাসপাতালে চিকিৎসার পর সেখানেই মৃত্যু হয়।হাসপাতাল সুত্রের খবর সম্প্রতি তার পরিবারের লোকেরা ওই কর্মীর কোভিডের উপসর্গ দেখা যাওয়ায় করোনা পরীক্ষার জন্য অ্যান্টিজেন পরীক্ষা করান বেলদা গ্রামীন হাসপাতালে।পরে করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসার কারণে তাঁকে বেলদা থেকে স্থানান্তরিত করা হয় শালবনীর কোভিড হাসপাতালে। এবং শুক্রবার সন্ধ্যা নাগাদ করোনা হাসপাতালেই মৃত্যু হয় ওই কর্মীর।প্রসঙ্গত ওই কর্মী করোনা আক্রান্ত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছিল বেলদা গ্রামীন হাসপাতালের আউটডোর পরিষেবা।তারপর বেলদা গ্রামীণ হাসপাতাল চত্বর জুড়ে চলে জীবানুনাশক স্প্রে।শুধুতাই নয় বুধবার বিকেল থেকেই হাসপাতাল লাগোয়া পার্শ্ববর্তী দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ১৪ দিনের জন্য।পরে ওই মৃত ব্যক্তির সংস্পর্শে আসা অ্যাম্বুলেন্স চালক সহ প্রায় ছয়জন কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।তবে হাসপাতাল কর্মীর মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে আতঙ্ক।এক এক করে করোনা যোদ্ধাদের মৃত্যু ঘিরে স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধেও প্রশ্ন উঠছে।তবে একাংশ স্বাস্থ্য কর্মীর অভিযোগ বেলদা গ্রামীন হাসপাতালে একাধিক কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর কেন এখনও আপতকালীন বিভাগে চিকিৎসা চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
অপরদিকে পাঁচদিন পর চিকিৎসার কারণে নারায়ণগড়ের বিডিওকে পাঠানো হচ্ছে করোনা হাসপাতালে।প্রসঙ্গত চলতি মাসের ১৫ই আগস্ট নারায়ণগড়ের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে।যদিও অ্যান্টিজেন পরীক্ষায় পজিটিভ আসে।স্বাস্থ্য দপ্তর সুত্রে খবর,বিডিওর পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিকের সংস্পর্শে আসা প্রায় বারোজন ব্লক অফিসের কর্মীর পজিটিভ আসে।পজিটিভ আসার পর হোম আইসোলেশনে ছিলেন বিডিও।এরপর চিকিৎসার কারণে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সমষ্টি উন্নয়ন আধিকারিককে পাঠানো হয় শালবনী করোনা হাসপাতাল।
অপরদিকে বেলদা গ্রামীন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন হাসপাতাল কর্মী।বেশ কয়েকজন কর্মী হাসপাতালেই আইসোলেশনে ছিলেন।বেলদা গ্রামীন হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও আপতকালীন পরিষেবা চালু রয়েছে।এলাকাবাসীর অভিযোগ ছিল করোনা আক্রান্ত কেন হাসপাতালে থাকবেন?সংক্রমনের ভয়ে ছিলেন রোগীর পরিজন থেকে এলাকাবাসী।পরে একপ্রাকার চাপে পড়ে করোনা আক্রান্তদের খড়্গপুর সেফ হাউসে পাঠানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফে।খুশি সকলে।
- আরও পড়ুন – জেলায় রেকর্ড সংক্রমণ, মেদিনীপুর শহরের ২৩ জন ও খড়্গপুরের এক দুই বছরের শিশু সহ করোনায় মোট আক্রান্ত ৭২
- আরও পড়ুন – ১৪ দিনের জন্য বন্ধ করা হল বেলদা গ্রামীন হাসপাতালের পার্শ্ববর্তী দোকানপাট
- সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/channel/UC6tq4f1bvo9T__KSpZoKQNg