বেলদা কলেজের ষষ্ঠ সেমিস্টারের ফিজ বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলনে পড়ুয়ারা।অরাজনৈতিক ব্যানারে আবার ছাত্র সংগঠনের ব্যানারে প্রতিবাদে ছাত্রছাত্রীরা।বৃহস্পতিবার থেকে লাগাতার আন্দোলনে ছাত্রদের একাংশ।কলেজ গেটে বিক্ষোভ দেখায় ছাত্র সংগ্রাম কমিটি।পরে বাধ্য হয়ে পুলিশ বিক্ষোভকারীদের সাথে কলেজ কর্তৃপক্ষের আলোচনার সিদ্ধান্ত নেয়।পরে শনিবার আশ্বাস পেলে লাগাতার এই আন্দোলন তুলে নেয় পড়ুয়ারা।পরে দাবি না মেটায় বেলদা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সোমবার সকাল থেকে আন্দোলনে নামে পড়ুয়ারা।কলেজ গেটে তালা গালিয়ে কলেজ গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগ্রাম কমিটির ছাত্রছাত্রীরা।পরে এবিভিপি সমর্থিত ছাত্রছাত্রীরাও বিক্ষোভ দেখায় কলেজ গেটে।দাবি জানানো হয়-“আবেদনকারীর না টাকা কমিয়ে ষষ্ঠ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদের টাকা কমাতে হবে।”
তবে দুপুর গড়ানোর পর বেলদা পুলিশ মহকুমা আধিকারিকের নেতৃত্ব কলেজে আসে বেলদা থানার বিশাল পুলিশ বাহিনী।আন্দোলনরত চার ছাত্রছাত্রী কে আটক করা হয়েছে বলে সুত্রের খবর।পাশাপাশি কলেজ গেটের তালা ভেঙে আন্দোলন কে ভন্ডুল করে পুলিশ।
যদিও পুলিশের এই হস্তক্ষেপের সমালোচনা করেছেন সকলেই।এবিভিপি ছাত্রনেতা তমালজ্যোতি জানা জানিয়েছেন-“ছাত্রছাত্রীদের সমস্যার কথা না চিব্তা করে,কলেজের ফর্ম ফিলাপ ফিজ না কমানোর কথা ভেবে ছাত্রছাত্রীদের নিরস্ত্র ও শান্তি পূর্ণ আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ ও বাধা চরম নিন্দনীয়।”
এদিকে ছাত্রদের আন্দোলনের তীব্র নিন্দা করেছেন তৃণমূল ছাত্র পরিষদ।তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজ দেব জানিয়েছেন-“আন্দোলন একটা আলাদা পদ্ধতি এবং আন্দোলনের নাম করে কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া তার ধিক্কার জানাই।”
যদিও এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানৌতর।
0