Home » জেলায় প্রথম প্লাজমা দিলেন বেলদার করোনাজয়ী বিজেপি নেত্রী ও তার মেয়ে

জেলায় প্রথম প্লাজমা দিলেন বেলদার করোনাজয়ী বিজেপি নেত্রী ও তার মেয়ে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: করোনা চিকিৎসার জন্য এই মুহুর্তে কার্যকরী হিসেবে ধরা হচ্ছে প্লাজমা থেরাপিকে।আর এই প্লাজমা অর্থাৎ রক্তরস সংগ্রহ করা হবে করোনা জয়ী রোগীদের থেকে।করোনা জয়ীরা সুস্থ হওয়ার পর রক্তদান করতে পারবেন বলে রাজ্যের তরফে নির্দেশিকা দেওয়া হয়।৪ আগস্ট নির্দেশিকার পর রাজ্যে ২০ টি মেডিকেল কলেজে ব্যবস্থা করা হয় প্লাজমা সংগ্রহের।করোনাজয়ীদের রক্তদানের পর রক্তের রক্তরস বা প্লাজমা পরীক্ষা করে দেখা হবে তার রক্তে অ্যান্টিবডি আছে কিনা? belda corona, belda corona, medinipur news, paschim medinipur corona news, latest bengali news, bengal news

জেলায় প্রথম প্লাজমা দিলেন বেলদার করোনাজয়ী বিজেপি নেত্রী ও তার মেয়ে

আরও পড়ুন- মহিষাদলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্যাথলজি ব্যবসায়ীর

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্কে এই প্লাজমা সংগ্রহের কাজ শুরু হওয়ার পর জেলা শাসকের তরফে প্রত্যেক করোনা জয়ীদের ফোন নং এ ম্যাসেজ করা হয়।বলা হয়ে তারা এই প্লাজমা দানে ইচ্ছুক কিনা।সেই মোতাবেক একটি নং দিয়ে বলা হয় ইচ্ছা থাকলে ফোন করে ব্ল্যাড ব্যাঙ্কের সাথে কথা বলে প্লাজমা দান করতে হবে।ম্যাসেজ পাওয়ার পর জেলাতে নজির গড়ে প্লাজমা থেরাপির জন্য রক্ত দিলেন বেলদার করোনা জয়ী বিজেপি নেত্রী ও তার মেয়ে।
প্রসঙ্গত রাজ্য বিজেপির নেত্রী বেলদার মঞ্জু মোহান্তি করোনায় আক্রান্ত হওয়ার পরপরই তার মেয়ে মৌপ্রিয়া করোনায় আক্রান্ত হন।পরে শালবনী করোনা হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে ফেরেন।এরপরই দিন কয়েক আগে জেলা শাসকের তরফে এই ম্যাসেজ আসার পরই প্লাজমা দানের সিদ্ধান্ত নেয়।করোনা জয়ী মঞ্জু মোহান্তি বলেন-“করোনা এখন ভীতি হয়ে দাঁড়িয়েছে।বিভিন্ন জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছেন।আমরা সুস্থ হয়ে এসেছি।যদি করোনা জয়ী হিসেবে করোনা আক্রান্তের পাশে দাঁড়াতে পারি তার জন্য জেলা শাসক দপ্তরের ম্যাসেজ পাওয়ার পর সিদ্ধান্ত নেই প্লাজমা দানের।”
মেদিনীপুর ব্ল্যাড ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে প্রথম মেদিনীপুর জেলাতে প্লাজমা দান মা-মেয়ের।মঙ্গলবার সকাল ১১ টার সময় হাসপাতালে উপস্থিত হয়ে এই প্লাজমা থেরাপির জন্য রক্তদান করেন।তার এই ভাবনা এবং কর্তব্যবোধে খুশি সকলে।প্রথম প্লাজমা দাতা মা ও মেয়েকে কুর্নিশ জানিয়েছেন হাসপাতালের কর্মী থেকে স্বাস্থ্য দপ্তর।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.