Covid update
আরও পড়ুন ঃ-মেদিনীপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর বার্তা দিলীপের
পত্রিকা প্রতিনিধিঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল গোটা দেশ। প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে বিভিন্ন রাজ্য । এমতাবস্থায় এরাজ্যের দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ১৫২৫ জন। যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ৬৫৬ , পূর্ব মেদিনীপুরে ৭২৮ ও ঝাড়গ্রামে ১৪৪ জন। পাশাপাশি ৩ জেলার সুস্থ হয়েছে ১২৪২ জন। অপরদিকে পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে মৃত্যু হয়েছে ৫ জনের বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে।
উল্লেখ্য, গত বছর থেকে করোনা মহামারীর সাথে মোকাবিলা করছে সবাই। দেশে প্রায় আড়াই মাসের লকডাউন ছিল। পরের দিকে দেখা গিয়েছিল করোনার সংক্রমণ ছিল নিম্নমুখী। এমনকি রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এর মধ্যেই এই বছর থেকে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। তবে বেশ কিছু মানুষের মুখে মাস্ক,স্যানিটাইজার ব্যবহার তো নেই। এমনকি দূরত্বও বজায় রাখছে না। যার জন্যই বঙ্গে করোনার প্রকোপ আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেনের মজুত বাড়াতে হবে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় অক্সিজেন সংকট কম হলেও জেলায় সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চাহিদা বাড়বে। তাইএবার সব হাসপাতালেই যাতে পর্যাপ্ত অক্সিজেন থাকে তার বন্দোবস্ত করার দিকে নজর দিতে হবে। শহর থেকে জেলা সর্বত্র আইসিইউ বেডের সংখ্যা বাড়ােতে হবে বলে মনে কারছেন বিশেষজ্ঞরা ।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid update
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore