Home » Paschim Medinipur : মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক ভারত জাকাত মাঝি পারগাণা মহলের

Paschim Medinipur : মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক ভারত জাকাত মাঝি পারগাণা মহলের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর জেলা সফরের আগেই রেল ও জাতীয় সড়ক অনির্দিষ্টকালের ঘেরাও কর্মসূচি মেদিনীপুর সদর মহকুমা ভারত জাকাত মাঝি পারগানা মহলের। সাঁওতালি শিক্ষার স্বার্থে, স্থায়ী শিক্ষক নিয়োগ, হোস্টেল গ্র্যান্ড দেওয়া, বন্ধ হওয়া হোস্টেল চালু সহ একাধিক দাবিতে ১৫ ফেব্রুয়ারি থেকে শালবনিতে রেল ও জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে আদিবাসী ওই সংগঠনটি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Paschim Medinipur
নিজস্ব চিত্র

সেই কর্মসূচির পরের দিন জেলায় প্রশাসনিক সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যাতে কোনরকম অপরিস্থিতির ঘটনা না ঘটে তার আগে সোমবার পারগানা মহলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন জেলা শাসক। বৈঠক শেষে সংগঠনের নেতারা জানিয়ে দিয়েছেন জেলা শাসক যে আশ্বাস দিয়েছেন, তাতে আমরা মনোনীত নয়। ফলে ১৫ ফেব্রুয়ারি রেল ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচী জারি থাকছে। অবরোধের পরও যদি দাবি পূরণ না হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি জারি থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

Paschim Medinipur

আরও পড়ুন : মেদিনীপুর পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন আশাকর্মীদের

জেলার কেশপুর, গড়বেতা, চন্দ্রকোনারোড ব্লকে প্রাথমিক স্তরে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন চালু, হোস্টেল গ্র্যান্ড প্রদান, সীতানাথপুর হাইস্কুল, বড় মাগুড়গেড়িয়া, সাতগেড়িয়া সাঁওতালি মাধ্যমের স্কুলে স্বেচ্ছাসেবক শিক্ষকদের অবিলম্বে পার্শ্ব শিক্ষকে উন্নীত করতে হবে। এইরকম ১৫ দফা দাবি নিয়ে জেলা শাসকের দফতরে একটি ডেপুটেশনও দিয়েছে ওই সংগঠনটি।

সংগঠনের নেতা স্বপন মান্ডি, বঙ্কিম মুর্মু বলেন, “জেলা শাসকের দেওয়া আশ্বাস মনোনীত নয়। প্রত্যেক জেলা শাসক এইভাবে আদিবাসীদের বঞ্চিত করেছেন আশ্বাস দিয়ে। বিভিন্ন স্কুলগুলিতে এখনো পর্যন্ত পরিকাঠামার উন্নয়ন হয়নি। বেঞ্চ নেই, স্থায়ীভাবে শিক্ষক নেই। স্বেচ্ছাসেবক শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে। আমরা আদিবাসী বলেই আমাদের বারবার বঞ্চিত হতে হচ্ছে। তাই আমরা অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন থেকে সরছি না।”

আরও পড়ুন : মেদিনীপুর শহরে সরকারি হোমের ভেতরে আগুন, নেভালো দমকল

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর বারংবার নির্দেশনামা সত্বেও আজও অধরা বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় গেট তৈরির কাজ

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Paschim Medinipur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.