পত্রিকা প্রতিনিধি : টাকা তছরুপের অভিযোগ উঠল দাসপুরের এক ব্যাংক কর্মীর বিরুদ্ধে। টাকা তছরুপ ও জালিয়াতির অভিযোগে দাসপুরের তেমুয়ানি এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি মালিককে দীর্ঘক্ষন আটকে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকাবাসী। ব্যক্তির নাম দিলীপ কর। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা থেকে ওই এলাকার শতাধিক গ্রাহক অভিযুক্তকে আটকে রেখে তাদের পাওনা টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াতেই গ্রামীন পুলিশের মধ্যস্থতায় অভিযুক্ত দীলিপবাবু গ্রাহকদের টাকা মিটিয়ে দেওয়ার মুচলেখা মারফত অঙ্গীকারবদ্ধ হন।স্থানীয় এলাকাবাসী দের মতে পাঞ্জাব ব্যাংকের গৌরা শাখার অধীনে দাসপুরের তেমহানীতে গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছিলেন অভিযুক্ত। গ্রাহকদের অভিযোগ দিলীপ বাবু তাদের কে না জানিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে নানাভাবে জালিয়াতি করে টাকা তুলে নিয়েছিলেন ।শনিবার নাগাদ এক বৃদ্ধা তার স্বামীর পেনশনের পাস বই আপডেট করতে এলে প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায় দীর্ঘক্ষণ চেঁচামেচির ফলে আশেপাশের এলাকার লোকজন জড়ো হয়ে যায় ফলে ফাঁস হতে থাকে এই আর্থিক প্রতারণা ও জালিয়াতির ব্যাপারটি ।
ব্যাংক কর্মীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ,প্রাপ্য মেটানোর মুচলেখা দিল অভিযুক্ত
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -