0
পত্রিকা প্রতিনিধি : শেষ পর্যন্ত মারা গেল গতকালের ঝড়ে বাড়িতে গাছ ভেঙে পড়ার ঘটনায় মারাত্মক ভাবে জখম মোহনপুর ব্লকের বাগদা গ্রামের গোবিন্দ পাত্রর ছেলে নবকুমার পাত্র। এগরা সুপারস্পেশালিটি থেকে সংকটজনক অবস্থায় মেদিনীপুর এবং সেখান থেকে কোলকাতার পি.জি তে পাঠিয়ে ও শেষ রক্ষা হল না। আজ ভোর ৫টার দিকে ওখানেই তার জীবন দীপ নিভে যায়। ঘটনা চক্রে এবছরই মোহনপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল নবকুমার। অভাবের কারণে তার বাবা,মা ও বড় ভাই থাকেন দিল্লিতে। বাড়িতে সে ও ছোট বোন ৯ বছরের মালতি। দাদু ও ঠাকুমা কাছে থেকে লালিত হত। তপশিলি পরিবার ভুক্ত নবকুমারের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।