পত্রিকা প্রতিনিধিঃ করোনা(Corona) পরিস্থিতিতে পরিবারে আর্থিক অনটনের কারণে ফি মুকুবের দাবিতে পশ্চিম মেদিনীপুরের(West Medinipur) বেলদা (Belda) কলেজে (College) বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা। সেই বিক্ষোভে তৃণমূলের(Tmc)ছাত্র সংগঠন টিএমসিপি হামলা চালায় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। শুক্রবার বেলদা কলেজে ইউজি-র দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ এবং পিজি-র দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের (Semister) ভর্তি ছিল। ভর্তি ফি মুকুবের দাবিতে ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। কলেজ কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে জানালেও কোনো গুরুত্ব দেয়নি বলে অভিযোগ বিক্ষোভকারী ছাত্রদের।
এদিনও ফোন করলে কর্তৃপক্ষের কোনো উত্তর পাননি বলে জানাই ছাত্ররা। এরপরই কলেজ গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় স্টুডেন্টস ইউনিটি বেলদা (Belda) কলেজের ছাত্র-ছাত্রীরা। ওই বিক্ষোভে ছাত্র সংগঠন টিএমসিপির সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। আন্দোলনরত এক ছাত্র জানান, ‘মারের চোটে মাথা ফেটে যায় একজন ছাত্রের, অনেকে আহত হয়। ঘটনাস্থলে পুলিশ(Police)এলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। অভিযোগ, টিএমসিপি ও কলেজ(College) কর্তৃপক্ষের যোগসাজশে আন্দোলন কারীদের আক্রমণ করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলে আন্দোলন তুলে নেয় বিক্ষোভকারী।