0
পত্রিকা প্রতিনিধি: ফের হাতির তান্ডবে দিশেহারা গোপীবল্লভপুর ২ নং ব্লকের চাষিরা। একসাথে ২০ থেকে ২৫ টি দলমার হাতির দল দাপিয়ে বেড়াচ্ছে গোপীবল্লভপুর ২ নং ব্লকের লাউপাড়া, জোড়াকুশমা সহ বেশ কিছু গ্রামের চাষের জমিতে । স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাত থেকে হাতির দলটি চাষের জমিতে তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে। অপরদিকে হাতির দল প্রবেশ করতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।