Maoist Poster : মেদিনীপুর সদরের ধেড়ুয়াতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ। তারপরই তদন্তে নেমে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দিয়ে লেখানো হয় মাওবাদী নামাঙ্কির লাল কালির পোস্টার। আর তাতেই ধরা পড়ে আসল দুস্কৃতি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম গদাধর মাহাতো।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গত বুধবার (৯জুন) সকালে মেদিনীপুর সদরের ধেড়ুয়াতে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ। তারপরই তদন্তে নেমে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দিয়ে লেখানো হয় মাওবাদী নামাঙ্কির লাল কালির পোস্টার। আর তাতেই ধরা পড়ে আসল দুস্কৃতি।
আরও পড়ুন : মেদিনীপুরে বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের মুকুটে নয়া পালক, পেল ‘NAAC’-এর স্বীকৃতি
তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হলে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম গদাধর মাহাতো। পশ্চিম মেদিনীপুরে ধেড়ুয়ার শির্ষী এলাকার বাসিন্দা। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওই শির্ষী এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পাওয়া গিয়েছিল। সেই পোস্টারে মাওবাদীদের পক্ষ থেকে গদাধর মাহাতো ও বাসুদেব মাহাতোকে সতর্ক করা হয়েছে বলে উল্লেখ ছিল।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে অভিযান বনদফতরের ! বাজেয়াপ্ত ৫০ টি কাঠের গুঁড়ি
এদিন ফের বাসুদেব মাহাতোকে উদ্দেশ্য করে পোস্টার পড়ে ধেড়ুয়াতে। তারপরই পুলিশ দু’জনকে আটক করে। তাদের দিয়ে লেখানো হয় একাধিক পোস্টার। আর তাতেই ধরা পড়ে যায় পোস্টার কান্ডের পান্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে গদাধর মাহাতো নিজের হাতের লেখা পাল্টানোর চেষ্টা করে। দু-তিনটে পোস্টার পর পর লিখতে দিলে তখনই ধরা পড়ে যায়। তার হাতের লেখার সঙ্গে মিল খুঁজে পাই লাল কালিতে হাতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারের। তারপরই তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন : মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Maoist Poster
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore