Home » নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটির কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ কমিটির কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। ফলে কোন দলই এক চিমটি মাটি ছাড়তে নারাজ। এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হয়েছেন। আর তার পোলিং এজেন্ট শেখ সুপিয়ান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যে হলদিয়া মহাকুমার আদালতে জেলা প্রাক্তন সহ-সভাধিপতি শেখ সুপিয়ান, পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের, তৃণমূল নন্দীগ্রামের ব্লক সভাপতি স্বদেশ রঞ্জন দাস, তৃনমূল নেতা শাহাবুদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

প্রসঙ্গত, ২০০৭ সালে নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় তৎকালীন সরকারের এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে খুন ষড়যন্ত্র, অপহরণসহ বিভিন্ন ধারায় মামলা করেছিল। তবে (লকডাউন এর সময়) কয়েক মাস আগেই সেই সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় বর্তমান রাজ্য সরকার। আর এরপরেই বিজেপি জেলা নেতৃত্ব নীলাঞ্জন অধিকারী কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। তার পরেই নিম্ন আদালতকে মামলার ওপেন করার নির্দেশ দেয় হাইকোর্ট নতুন করে মামলা চালু হয়। আদালতের রায়ের জানায় দলের স্বার্থে এই মামলা প্রত্যাহার করা হয়েছিল যা জনস্বার্থে আঘাত করা হয়েছে।

সেই মর্মে আজ হলদিয়া আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এক সময় তারই দলের অন্যতম সৈনিক ছিলেন শুভেন্দু অধিকারী দুই প্রতিদ্বন্দ্বীর ধারে এবার গোটা রাজ্যের নজর। নন্দীগ্রাম ভোট এগিয়ে আসছে যতই উত্তপ্ত হচ্ছে নন্দিগ্রামের মাটি। কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন সুফিয়ানসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী খবর পেয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দীগ্রামে।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.