Durga Puja 2022 : ঘাটালের সর্বজনীন দুর্গা পুজোয় সম্প্রীতির অনন্য নজির। জাতপাত ধর্মকে সরিয়ে রেখে হিন্দুদের সাথে দুর্গা পুজোর যাবতীয় আয়োজনে হাত লাগান মুসলমান সম্প্রদায়ের যুবকেরা। এবছর ২৭ তম বর্ষে পদার্পন করছে এই পুজো কমিটির পুজো। এবছরের থিম তিরুপতি বালাজি মন্দিরের আদলে মন্ডপসজ্জা ও প্রতিমা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঘাটালের সর্বজনীন দুর্গা পুজোয় সম্প্রীতির অনন্য নজির। জাতপাত ধর্মকে সরিয়ে রেখে হিন্দুদের সাথে দুর্গা পুজোর যাবতীয় আয়োজনে হাত লাগান মুসলমান সম্প্রদায়ের যুবকেরা। বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসবকে ঘিরে এমনই এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ নং ওয়ার্ড দেওয়ানি কোর্ট মোর্ডের ১৩ র পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো।
আরও পড়ুন : মেদিনীপুরে এক মাঠের দুই প্রান্তে দুই পুজো, উদ্বোধনে হাজির শুভেন্দু-ভারতী ও জুন মালিয়া
এবছর ২৭ তম বর্ষে পদার্পন করছে এই পুজো কমিটির পুজো। এবছরের থিম তিরুপতি বালাজি মন্দিরের আদলে মন্ডপসজ্জা ও প্রতিমা। আর ১৩ র পল্লীর পুজোর আয়োজনের সমস্ত কাজে বরাবরই হাত লাগিয়ে আসছেন এলাকার মুসলমান সম্প্রদায়ের বেশ কয়েকজন যুবক। তার ব্যতিক্রম হয়নি এবছরও। পুজোর মণ্ডপসজ্জার দেখভাল তো প্রতিমা কুমোরটুলি থেকে মন্ডপে আনা এমনকি পুজোর সময়ে সবরকম ভাবে হাত লাগায় তারা।
Durga Puja 2022
পুজো শেষে প্রতিমা বিসর্জনেও দেখতে পাওয়া যায় সেখ মইদুল আলিদের।পুজো কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব ভার আবার নাকি খোদ মইদুল আলির কাঁধেই। কেনো তাদের এহেন যোগদান দুর্গা পুজোয়? তাদের কথায়,”এটা পশ্চিমবঙ্গ এখানে কোনও হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ এখানে সবাই মনুষ্য ধর্ম পালন করি। তাই আমরা হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করি।”এ কই বক্তব্য ১৩ র পল্লী দুর্গোৎসব কমিটির সম্পাদক সুমিত মন্ডলের। তিনি বলেন, “আমাদের পুজোয় সর্ব ধর্মের মানুষদের নিয়ে আয়োজন করা হয়, এখানে কোনও জাতপাতের বিষয় নেই।
ধর্ম যার যার উৎসব সবার একেই মূলমন্ত্র করে চলি আমরা,আর মইদুলরাও এর ব্যতিক্রম নই।”আর ওয়ার্ডের যুবকদের পুজোর আয়োজনকে ঘিরে এহেন সম্প্রীতির নজির সৃষ্টি করায় তাদের পাশে থেকে সবরকম সহযোগিতায় ১৩ নং ওয়ার্ড তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ।সাম্প্রদায়িক হানাহানি জাতপাত নিয়ে যেখানে প্রায়শই বিভেদের ছবি দেখা যায় । সেখানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আয়োজনে ভিন ধর্মের যুবকদের উপস্থিতিতে অনন্য নজির বলাই চলে।
আরও পড়ুন : নিষিদ্ধ থার্মোকল, শারদোৎসবে হতাশ শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে চলন্ত বাসে আগুন, বাসের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আহত ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Durga Puja 2022
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper