Elephant Fair : ২০২১ সালের ২০ আগস্ট ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বীরভাষা ও বালিভাষা এলাকায় একটি হস্তি শাবক এর মৃত্যু হয়। ওই হস্তি শাবকএর মৃত্যুর পর গ্রামবাসীরা তার আত্মার শান্তি কামনা করে শনিবার হাতি মেলার আয়োজন করে। ওই এলাকায় কংক্রিটের হাতির মূর্তি প্রতিষ্ঠা করা হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ২০২১ সালের ২০ আগস্ট ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বীরভাষা ও বালিভাষা এলাকায় একটি হস্তি শাবক এর মৃত্যু হয়। ওই হস্তি শাবকএর মৃত্যুর পর গ্রামবাসীরা তার আত্মার শান্তি কামনা করে শনিবার হাতি মেলার আয়োজন করে।
ওই এলাকায় কংক্রিটের হাতির মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তারপর পূজা অর্চনা করা হয়। সেইসঙ্গে হাতি মেলার আয়োজন করেছে গ্রামবাসীরা । হাতি মেলায় ঝুমুর গান সহ বিভিন্ন অনুষ্ঠান এর আয়োজন করেছে ওই দুটি গ্রামের বাসিন্দারা। তাই একদিনের হাতি মেলায় সামিল হয়েছেন ওই এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের পক্ষ থেকে হাতি ঠাকুরকে পুজো করা হয়।
ওই এলাকার বাসিন্দা অচিন্ত্য মাহাতো বলেন জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পুজো করেন। তিনি বলেন হাতির হামলায় ঘর বাড়িও ফসলের ক্ষতি হয়, এমনকি প্রাণ হানির ঘটনা ঘটে। তা সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ হাতি ঠাকুরকে দেবতা হিসেবে পূজা করেন।
গত বছর হস্তি শাবকটি মারা গিয়েছিল । তাই সেই মৃত হস্থি শাবক এর আত্মার শান্তি কামনা করে এই হাতি মেলার আয়োজন করা হয়েছে। কংক্রিটের হাতির মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রথম বছর এই মেলায় ঝুমুর গান সব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী দিনে বড় ধরনের অনুষ্ঠান হবে।
গ্রামবাসীদের সহযোগিতায় ওই হাতিমেলার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তাই হাতি মেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ওই দুটি গ্রামের গ্রামবাসী সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারাও এই হাতি মেলায় সামিল হয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন : বিশ্বের ৫ টি দেশে পাড়ি দিচ্ছে মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘তালম’, পুরসভায় সংবর্ধিত শিল্পীরা
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Fair
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper