পত্রিকা প্রতিনিধি : তৃণমূল পঞ্চায়েতের বাড়িতে আম্ফান এর ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়ে এক স্থানীয় গ্রামবাসী তথা বিজেপি কর্মীর কপালে জুটল লাঠি রড দিয়ে বেধড়ক মার ।জানা যায় ওই রক্তাক্ত বিজেপি কর্মীকে উদ্ধার করে স্থানীয় ও পরিবারের সহায়তায় নিয়ে যাওয়া হয় সবং হাসপাতালে । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের ৮ নং অঞ্চল এর হারনান গ্রামের পঞ্চায়েত লক্ষ্মী রানী সেনাপতির এর বাড়িতে । আজ সকালে এক বিজেপি কর্মী স্বপন বেরা আমফানের ক্ষতিপূরনের টাকা এসেছে কিনা জানতে চাইলে তৃণমূলের পঞ্চায়েতে তাঁর পরিবার সঙ্গে তুমুল ঝগড়া ও কথা কাটাকাটি হয় । পরে ওই বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করে এমনটাই অভিযোগ আনেন তৃণমূল কর্মীর বিরুদ্ধে ।শুধু তাই নয় বিজেপি কর্মী জানান তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং প্রানে মারার হুমকিও দেন । আহত অবস্থায় স্বপন বেরা কে সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর এরপর এই বিজেপি কর্মী সমর্থকরা ওই পঞ্চায়েতের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় এরপরে সবং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই বিজেপি কর্মী সমর্থকরা ওই পঞ্চায়েত লক্ষ্মীরাণী সেনাপতি জানান, ‘গতকাল রাত্রেও এসে আমার বাড়িতে গন্ডগোল পাকানোর চেষ্টা করেছিল কিছু বিজেপি কর্মী সমর্থকরা, ঠিক একইভাবে আজ সকাল থেকে আমার বাড়ির সামনে এসে গন্ডগোল করার চেষ্টা করে এরপরে দু’পক্ষের ঝামেলা বাঁধে তাঁতেই এই ঘটনা ঘটেছে । এদিকে স্বপন বেরা অভিযোগ জানান , ‘আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি করছে তৃণমূল ‘ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা বার বার পঞ্চায়েতকে গিয়ে জানিয়েও কোনো সুরাহা পাইনি এছাড়াও তৃণমূলের পোষা গুন্ডারা হামলা চালায় লাঠি,বেলচা দিয়ে । থানায় গিয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানাবো ওদের বিরুদ্ধে ।’
সবংয়ে আমফান ক্ষতিপূরণ নিয়ে তৃণমূল – বিজেপি সংঘর্ষ , আহত ২
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -