Suvendu Adhikari
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পুরসভা-নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। আর তার থেকে বাদ পড়লো না পূর্ব মেদিনীপুরও। বিজেপির সভার আগেই কাঁথি শহরে শুভেন্দু অধিকারী ফেস্টুন ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপোয়ী ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসকদল তৃণমূল বিরুদ্ধে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপালে ট্রাক্টর উল্টে মৃত্যু চালকের
আরও পড়ুন:- দীঘায় এসে কাঁকাড়া খেয়ে মৃত্যু হল তরুণীর , চাঞ্চল্য এলাকায়
উল্লেখ্য, ২৫ শে ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন। তাই বিজেপির পক্ষ থেকে কাঁথি শহরের ডরমেটরিতে মাঠে একটি সভা আয়োজন করা হয়। সেই মতো শুক্রবার সন্ধ্যা থেকে কাঁথি শহরের সমস্ত রাস্তায় রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ছবি ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ছবি লাগানো হয়েছিল। তবে গভীর রাতে রাস্তার পাশে লাগানো থাকা পোস্টার ছিঁড়ে ফেলে দেয় কে কেউ বা কারা। আর এই ঘটনা শনিবার সকালে সকলের নজরে আসতেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
Suvendu Adhikari
আরও পড়ুন:- ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মেদিনীপুরে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখনে তোড়জোড়
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অনুপস্থিত 20 শতাংশ ছাত্র-ছাত্রী
এবিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন , সারা দেশ জুড়ে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হচ্ছে।আর উদ্দেশ্যে কাঁথি শহরে তার জন্মদিন পালনের আয়োজন করা হয়। সেই মতন গতকাল কাঁথি শহরজুড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ফেস্টুন টাঙানো হয়। কিন্তু সকাল না হতে হতেই তা ছিঁড়ে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা বর্বর চরিত্রহীন রাজনৈতিক দল।
আরও পড়ুন:- দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরসভার ভোট ২৭ ফেব্রুয়ারি, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর দাবি বিজেপির
বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে কাঁথি সাংগঠনিক জেলা তৃনমূলের সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, “এই ঘটনার সঙ্গে কোনও ভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়। বিজেপি গোষ্ঠী কারণে এমন ঘটনা। শুভেন্দু অধিকারীকে আদি বিজেপিরা কোনও মতেই মেনে নিতে পারছেন না। তাছাড়া এই ধরনের নোংরা রাজনীতি আমরা করি না।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Suvendu Adhikari
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore