পত্রিকা প্রতিনিধিঃ ফের প্রকাশ্যে আসছে তৃণমূলের(Trinamool) গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। বিধানসভা নির্বাচনে জয়ের পর পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব। যার জেরে মারধর, বাড়ি ভাঙচুর এমনকি বাড়ি ছাড়া করার অভিযোগও উঠে। নারায়ণগড়ে(Narayangar) বহু পরিবার এক মাসের অধিক সময় ধরে বাড়ি ছাড়া থাকার অভিযোগ। কেশপুরেও(Keshpur) একই চিত্র। বিরোধীদের অভিযোগ রয়েছে শাসক দলের হামলার। এবার তৃণমূলের অভিযোগ তৃণমূলের(Trinamool) বিরুদ্ধে। কেশপুরেও( দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সমর্থকদের বাড়ির অ্যাসবেস্টস সহ অন্যান্য জিনিসপত্র ভেঙ্গে ফেলে বলে অভিযোগ। তবে কেউ পুলিশে কোন অভিযোগ দায়ের করেনি।তৃণমূলের(Trinamool)এক নেতা জানিয়েছেন, করোনার জেরে সবাইকে ডেকে মিটিং করে কোনো কর্মসূচী নেওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে কোনো কর্মসূচীর কথা কেউ না জানলেই মনোমালিন্য তৈরি হচ্ছে। তৃণমূলের(Trinamool)কেশপুর(Keshpur) ব্লক সভাপতি উত্তম ত্রিপাঠী জানিয়েছে, একদল মানুষ এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। তবে এখন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।
কেশপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বাড়ি ভাঙার অভিযোগ
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -