Home » Allegation of Theft : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

Allegation of Theft : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, তদন্তে পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Allegation of Theft : বছর চারেক আগে পশ্চিম মেদিনীপু্রের চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে ১০ বিঘা সরকারি জমির ওপর ৩০ হাজার গাছ লাগানো হয় মাটির সৃষ্টি প্রকল্পে। ওই প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ।


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাটির সৃষ্টি প্রকল্পে লাগানো ৫ হাজার গাছ চুরির অভিযোগ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। আকাশবণী ছাড়াও আম, জাম ও কাঁঠালের মতো একাধিক ফলের গাছ ছিল। স্থ‍ানীয় এলাকাবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারের পাশাপাশি দিনের আলোতেই লাগাতার একের পর এক গাছ কাটা হয়েছে। আজ পর্যন্ত দেখা যাচ্ছে গাছ কাটার সংখ্যাটা কমকরে হলেও ৫ হাজার ছাড়াবে।

Allegation of Theft
নিজস্ব চিত্র : ৫ হাজার গাছ চুরির অভিযোগ

রাজ্য সরকারের মাটি সৃষ্টি প্রকল্পে লাগানো গাছ তাও আবার সরকারি জায়গাতেই। সূত্রের খবর, বছর চারেক আগে পশ্চিম মেদিনীপু্রের চন্দ্রকোনা ১ ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের কুলদহ গ্রামে ১০ বিঘা সরকারি জমির ওপর ৩০ হাজার গাছ লাগানো হয় মাটির সৃষ্টি প্রকল্পে। আকাশবণী, শিরিশের পাশাপাশি আম, জাম, কাঁঠালের মতো ফলের গাছও ছিল। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কেউ বা কারা একের পর এক গাছ দিনে ও রাতে কেটে নিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : মর্মান্তিক! পশ্চিম মেদিনীপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু যুবকের

Advertisement

বর্তমানে কাটা গাছের সংখ্যাটা ৫ হাজার ছাড়িয়েছে। কারও মদত না থাকলে এভাবে সরকারি প্রকল্পের গাছ কেটে নিয়ে যাওয়া এতোটাই কি সহজ? তবে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি।চন্দ্রকোনা থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার এই ঘটনায় আদৌও দোষীরা পুলিশের ঘেরাটোপে আসে কিনা।

আরও পড়ুন : সরকারি গাছ চুরির অপরাধে পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার যুবক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Allegation of Theft

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.