ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে কুড়মিরা। স্বজাতির রাজনৈতিক নেতা-নেত্রী, জনপ্রতিনিধিদের সমাজের দাবি পূরণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার পাশাপাশি কুড়মি সম্প্রদায়ের দেওয়ালে কোনো রাজনৈতিক দলের প্রচার নয় বলেও ঘোষণা করেছে ঘাঘর ঘেরা কমিটি। যার ফলে পঞ্চায়েত ভোটের আগে প্রচারে বড় প্রভাব পড়তে পারে বলে অভিমত রাজনৈতিক মহলে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস মানছেন দেওয়াল না লিখতে দিলে ভোটের প্রচারে কিছুটা প্রভাব পড়বে। তবে প্রচারের বিকল্প নানা পথ রয়েছে বলেও দাবি তাঁর। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “তার দেওয়ালে সে কি করবে, কি খাবে, কাকে ভোট দিবে সেটা তার মৌলিক অধিকার। তবে দেওয়াল লিখতে না দিলে খুব একটা প্রভাব পড়বে না। এখন সোশ্যাল মিডিয়া অনেক শক্তিশালী।” কুড়মিদের ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব মাহাত বলেন, আমার দেওয়াল আমি কি করব আমার ব্যাপার।
তাতে রাজনৈতিক দলগুলির কি অসুবিধা হবে সেটা তারা বুঝবে, আমাদের বোঝার প্রয়োজন নেই।” কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্তি, কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে কুড়মিরা। রেল ও জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ, ধর্মঘট কর্মসূচি করেছে। প্রশাসনিক মহলে বৈঠকেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তারপরই পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি বিজেপি নেতা শমিত দাস খালিস্থানের সঙ্গে তুলনা টেনেছিলেন কুড়মিদের বিষয় নিয়ে।
যদিও পরে তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। কুড়মিদের আন্দোলনে তিনি ব্যক্তিগত ভাবে সহমর্মি। এবার হুঁশিয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতির। তিনি বলেন, “আমরা কুড়মিদের বিপক্ষে নয়, কিন্তু কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্থানী নেতার মতো কুড়মি ভাই বোনদের ভুল বোঝাচ্ছে যে, এসটি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই। সার্টিফিকেট দিবে দিল্লি।”
তিনি আরও বলেন, বিজেপি, সিপিএম কুড়মিদের উস্কানি দিয়ে দিল্লিতে আন্দোলন না করতে দিয়ে বাংলায় করছে। আমাদের সরকারকে যারা ছোট করার বা টেনে নামানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন সংগঠিত করব।” পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব মাহাত বলেন, “আমার হক আমি বুঝতে গেলে কেউ বলছে মাওবাদী, কেউ বলছে খালিস্থানী, কেউ বলছে রাজনৈতিক মদতে করছে। হক বুঝে নেওয়ার অধিকার কি আমাদের নেই? এতদিন ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলি আমাদের ব্যবহার করেছে। আমরা এবার নিজেদের হক বুঝে নিব।”
আরও পড়ুন : তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব-এর ভাই বিক্রম অধিকারীর নামে এফআইআর করলেন বিধায়িকা শিউলি সাহা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper