ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের পশ্চিম মেদিনীপুর জেলায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হচ্ছে চারটি এলাকায়। করোনা সংক্রমণ সেভাবে বৃদ্ধি না পেলেও কিছু এলাকায় তুলনামূলক বৃদ্ধি পাওয়ায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মেদিনীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তাতিগেড়িয়া, ২৩ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী, ৯ নম্বর সারদাপল্লী এবং খড়্গপুর শহরের সাউথ সাইড থার্ড অ্যাভেনিউ এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে।
আরও পড়ুন:- মূক ও বধির কিশোরীকে ধর্ষণে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষোভ
আরও পড়ুন:- নয়াগ্রামে আদিবাসী শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, ধৃত ২ যুবকের পুলিশি হেফাজত
Micro Containment Zone
ওই সমস্ত এলাকা পাঁচদিন গন্ডিবদ্ধ থাকবে। মঙ্গলবার জেলা শাসক রশ্মি কমল জানিয়েছেন, জেলার চারটি এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে। পাঁচদিন দোকানপাট, বাজার, বেসরকারী অফিস, ট্রেনিং সেন্টার, যানবাহন বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা চালু থাকবে। উল্লেখ্য, এর আগে জেলার বারোটি এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছিল।
আরও পড়ুন:- ‘শুভেন্দুর লালবাতি নিভবে, তিনি তৃণমূলে ভীড়তে পারেন, শুধু সময়ের অপেক্ষা’! চাঞ্চল্যকর মন্তব্য সৌমেনের
আরও পড়ুন:- এগরায় ফের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্ণীতি নিয়ে সরব খোদ তৃণমূলেরই উপ-প্রধান
আরও পড়ুন:- ডিজেল কিনতে হিমশিম, কেরোসিনে মোবিল মিশিয়ে পশ্চিম মেদিনীপুরে চলছে বাস
প্রশাসন সূত্রে খবর তাতে করোনা সংক্রমণ কমে গিয়েছিল ওই এলাকায়। করোনার তৃতীয় ঢেউ আটকাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ বলে জানা গিয়েছে। ওই এলাকার জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন:- বিজেপি কর্মী খুনের ঘটনায় বনধের প্রভাব তেমন পড়ল না ভগবানপুরে , সচল জনজীবন
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Micro Containment Zone
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: In West Midnapore district, micro containment zones are being set up in four areas. Although coronavirus infections have not increased that way, the administration is setting up micro-containment zones in some areas. From November 11 to 15, Tatigeria, Ward No. 4, Saratpalli, Ward No. 23, Sardapalli, Ward No. 9, and South Side Third Avenue area of Kharagpur city have been made containment zones.
All those areas will be closed for five days. On Tuesday, district governor Rashmi Kamal said micro-containment zones have been set up in four areas of the district. Shops, markets, private offices, training centers, and vehicles will be closed for five days. However, emergency services will continue. Earlier, micro containment zones were set up in twelve areas of the district.
According to administration sources, the corona infection was reduced in that area. The state health department has been instructed to stop the third wave of the corona. The health of the people in the area will also be examined, the official said.