পত্রিকা প্রতিনিধি :আবারো বড়সড় সাফল্য পেল লালগড় থানার পুলিশ। ডাকাতির ঘটনার যুক্ত দোষীদের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। প্রসঙ্গত, গত ২২ তারিখ বালি খাদানের মালিকের বাড়িতে ডাকাতির ঘটনার পরের দিন ছয় দুষ্কৃতীকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় এখনও পুলিশ মোট পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করেছে। পাশাপাশি এদিন অভিযান চালিয়ে আরো এক দুষ্কৃতীকে গ্রেফতার করল লালগড় থানার পুলিশ। মোট সাত জন দুষ্কৃতী কে আজ ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন। ছিনতাইয়ের ঘটনায় লালগড় থানার পুলিশ দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের নাম জানতে পেরেছে। তাদের খোঁজে ইতিমধ্যে লালগড় থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।
0