পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম স্থানাধিকার করলো সুপর্ণা সাউ। তার প্রাপ্ত নম্বর ৪৯১। মেদিনীপুর শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। বাড়ি মেদিনীপুর শহরের রাঙামাটিতে।
বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক সম্মেলন করে ২০২১ সালের ফল প্রকাশ করেন। এবারে পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ৪৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মুর্শিদাবাদ জেলার ছাত্রী। প্রথম দশে রয়েছেন ৮৪ জন পড়ুয়া। প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার জন্য সংসদে আবেদন করতে পারবে ছাত্র ছাত্রীরা। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী সুপর্ণা ও তার পরিবার সন্তুষ্ট প্রাপ্ত নম্বরে। সুপর্ণার বাবা সুজিত সাউ বলেন, যা নম্বর পেয়েছে তাতে আমরা সন্তুষ্ট। পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল মেয়ে। ফলে পরীক্ষা হলেও নম্বরের খুব একটা হেরফের হতো না। সুপর্ণা এর আগে মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ ও জেলার মধ্যে প্রথম স্থানাধিকার করেছিল।
এছাড়াও রাজ্যে দশম এবং জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে চন্দ্রকোনা হাইস্কুলের রাকেশ মালস।বাড়ি চন্দ্রকোনা সীতা নগরে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। সেও ভবিষ্যতে ডাক্তার হতে চায়। এবং নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে ।রাজ্যে এবার প্রথম দশে রয়েছে ৮৬ জন । উল্লেখ্য করোনা পরিস্থিতির জন্য এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। মাধ্যমিকের ফলাফলের চল্লিশ শতাংশ এবং একাদশ শ্রেণির পরীক্ষায় ষাট শতাংশ নম্বর যোগ করে প্রত্যেকে রেজাল্ট তৈরি করা হয়েছে ।