Home » AAP Poster : দিল্লি, পাঞ্জাবের পর লক্ষ্য বাংলা, মেদিনীপুর শহরে পোস্টার “আপ”-এর

AAP Poster : দিল্লি, পাঞ্জাবের পর লক্ষ্য বাংলা, মেদিনীপুর শহরে পোস্টার “আপ”-এর

by Biplabi Sabyasachi
0 comments

After Delhi, Punjab, the target is now in West Bengal. AAP Poster in Midnapore town.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনালাইন : বিজেপির কায়দায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের পর মেদিনীপুর শহরে আত্মপ্রকাশ করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পার্টি “আপ”। সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশেষ নাম্বার দিয়ে মিসডকলের মাধ্যমে নিজেদের প্রচার শুরু করে দিলো আপ-এর সদস্যরা। সোমবার গভীর রাত পর্যন্ত মেদিনীপুর শহর জুড়ে চলেছে এই পোস্টারিং। দিল্লির পরে পাঞ্জাবে নিজেদের ক্ষমতা বিস্তার করে এই রাজ্যে দলের বিস্তারের কাজ শুরু করেছিল।

AAP Poster
নিজস্ব চিত্র

জেলার দাসপুরে কয়েকদিন আগে পোস্টার দেখা গিয়েছিল। তবে সেভাবে দলের পেছনে থাকা নেতাদের সামনে দেখা যায়নি। এবার মেদিনীপুর শহরে প্রকাশ্যে ব্যাপক আকারে পোস্টারিং করতে দেখা গেল সোমবার সন্ধ্যা থেকে। যেখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই সংগঠনে যোগদান করতে মিসডকল দিন। কেজরিওয়ালের ছবি দেওয়া ওই পোস্টার মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে। আম আদমি পার্টির (আপ) মেদিনীপুর শহর সভাপতি অলোক কুমার রায় বলেন, “এই দল দিল্লি ও পাঞ্জাবে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।

Advertisement

আমরা এই দলের শাখা-প্রশাখা ছড়াতে মেদিনীপুর শহরেও আত্মপ্রকাশ করেছি। লক্ষ্য নেওয়া হয়েছে সামনের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার।” কোনো লাভ হবে না বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সহ-সভাপতি অরূপ দাস বলেন, “বিজেপির কায়দায় মাঠে নামলেও কোন লাভ হবে না এখানে। এর আগেও এই দল একবার চেষ্টা করেছিল।

দিল্লির পরে পাঞ্জাবের মানুষ এই দলকে ভোট দিয়ে পরিণতি ভুগছে। ফলে এই রাজ্যে আম আদমি পার্টির কোনো সুফল পাবে না আমরা নিশ্চিত।” তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “গণতান্ত্রিক পরিবেশে যে কেউ নিজস্ব রাজনৈতিক দল করতেই পারেন। কিন্তু বাংলাতে মানুষের মন জয় করলে তবে স্থান দখল করা যায়। যা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। আম আদমি পার্টির সেই লক্ষ্য কখনই পূরণ হবে না।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

AAP Poster

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.