পত্রিকা প্রতিনিধিঃ ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে সামনে বিক্ষোভ দেখালেন প্রতিষেধক প্রাপকেরা।শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালে।আর এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা মহামারী রুখতে কেন্দ্র সরকারের পক্ষ করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে সর্বত্রই। তবে কিছুদিন ধরে ভ্যাকসিনের ঘাটতি দেখা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন প্রতিষেধক প্রাপকেরা। আর এই পরিস্থিতিতে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ভোর থেকেই হাসপাতালে লাইন দেন প্রতিষেধক প্রাপকেরা। কিন্তু বেলা বাড়তে বলা হয়, কোভিশিল্ডের ডোজ এখন দেওয়া হবে না। সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দফার ডোজ ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে। অর্থাত্ ৩ থেকে ৪ মাস পর। প্রথমে এই সময়সীমা ৪ সপ্তাহ ছিল। পরে তা বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহ করা হয়। প্রতিষেধক দেওয়া হবে না জানতে পেরে লাইনে দাঁড়ানো বয়স্ক মানুষেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, এ বিষয়ে তাঁদের আগাম কিছুই জানানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও কোনো নোটিস দেওয়া হয়নি। হাসপাতালে ভ্যাকসিন প্রদাণকারী কর্মীদের বক্তব্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিশিল্ডের সমসয়সীমা বাড়িয়ে দিয়েছে। তাই এই সিদ্ধান্ত। তবে যারা প্রথম দফায় কোভ্যাকসিন নিয়েছিলেন তাঁদের দ্বিতীয় ডোজের কোভ্যাকসিন দেওয়া হয়েছে। কেননা কোভ্যাকসিনের প্রতিষেধকের ক্ষেত্রে দুই ডোজের ব্যবধান ২৮ দিনই রাখা হয়েছে। তবে এ বিষয়ে নেই কোনো রকম মুখ খুলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।