Home » Summer Vacation : ৪৫ দিনের পর আবার ১১ দিন স্কুল ছুটি! প্রতিবাদে মিছিল মেদিনীপুরে

Summer Vacation : ৪৫ দিনের পর আবার ১১ দিন স্কুল ছুটি! প্রতিবাদে মিছিল মেদিনীপুরে

by Biplabi Sabyasachi
0 comments

Summer Vacation : তীব্র দাবদাহে ৪৫ দিন ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। সেই ছুটির মেয়াদ শেষ হতেই আবার ১১দিনের ছুটি ঘোষণা। তাতেই ক্ষোভ বাড়ছে ছাত্র, শিক্ষক সহ অভিভাবকদের একাংশের। এর প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরে মিছিল করে এসইউসিআই ও ছাত্র সংগঠন ডিএসও।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দীর্ঘ লকডাউন ছুটির পর স্বাভাবিক ছন্দে ফিরেছিল স্কুল কলেজের পড়াশোনা। তীব্র দাবদাহে ৪৫ দিন ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। সেই ছুটির মেয়াদ শেষ হতেই আবার ১১দিনের ছুটি ঘোষণা। তাতেই ক্ষোভ বাড়ছে ছাত্র, শিক্ষক সহ অভিভাবকদের একাংশের। এর প্রতিবাদে মঙ্গলবার মেদিনীপুর শহরে মিছিল করে এসইউসিআই ও ছাত্র সংগঠন ডিএসও।

আরও পড়ুন : মানবিক মুখ বৃহন্নলাদের! কয়েক হাজার মানুষকে ভূরিভোজ করালেন মেদিনীপুরের এক মন্দিরে

Summer Vacation
নিজস্ব চিত্র

জেলার অন্যান্য জায়গায় প্রতিবাদে সামিল হয় শিক্ষক সংগঠন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। ডিএসও’র অভিযোগ, রাজ্য সরকার তীব্র দাবদাহের অজুহাতে ৪৫ দিনের ছুটির ঘোষণা করেছিল। এরপর আবার গরমের অজুহাত দেখিয়ে ১১ দিন বাড়তি ছুটির ঘোষণা করেছে। যা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

আরও পড়ুন : বিশালাকার জলজ প্রাণীকে ঘিরে কুমীরের আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে, উদ্ধার করল বনদফতর

মিছিলের পাশাপাশি এদিন প্রতিবাদ দিবস পালন করে ছুটির সিদ্ধান্তের প্রতিলিপি পোড়ানো হয়। উপস্থিত ছিলেন, জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ, সুজিত জানা, তাপস জানা, রনিতা পড়িয়া প্রমুখ। তনুশ্রী বেজ বলেন, “স্কুল বন্ধের মধ্য দিয়ে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়নের চেষ্টা করছে রাজ্য সরকার। অবিলম্বে স্কুল খুলে অফলাইনে পঠন-পাঠন চালু করতে হবে, প্রয়োজনে সময় কমিয়ে মর্নিং সেশন শুরু করতে হবে। সরকারি স্কুল কাঠামোটাকে এইভাবে ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে।”

আরও পড়ুন : প্রায় দুই বছর পর উৎসবের আমেজ! মেদিনীপুরে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা

আরও পড়ুন : দিঘায় ৪৫ কোটি ব্যয়ে তৈরি হতে চলেছে চিড়িয়াখানা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Summer Vacation

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.