Home » নন্দীগ্রামের বিরুলিয়া বাজার পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

নন্দীগ্রামের বিরুলিয়া বাজার পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিরুলিয়াতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি আক্রান্ত হওয়ার জায়গা বৃহস্পতিবার পরিদর্শন করলেন জেলাশাসক বিভু গোয়েল, জেলা পুলিশ সুপার প্রবীণ প্রকাশ ও মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুনাল আগরওয়াল। এদিন তাঁরা ঘটনাস্থল ঘুরে অভিযোগ  খতিয়ে দেখেন। পাশাপাশি নেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের বয়ান। সূত্রের খবর, ভিডিও ফুটেজও রেকর্ড করাও হয়। তবে মমতা আক্রান্ত হওয়ার পরই বিরুলিয়াতে ধস্তাধস্তি বিজেপি- তৃণমূলের। আর সেই নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়।

উল্লেখ্য, হলদিয়া এসডিও অফিসের মনিনেশন দেওয়ার পর নন্দীগ্রামে জনসংযোগ করার সময় মমতা ব্যানার্জি আক্রান্ত হয়। আর সেই রাতেই তিনি কলকাতা ফিরেছেন এসএসকেএম হাসপাতালে ভর্তি। গতকাল নন্দীগ্রামের বিরুলিয়া তে আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোট লাগে মমতার পায়ে, মাথায়, ঘাড়ে। মমতা নিজেই বলেন, “চক্রান্ত করে ৪-৫ জন ধাক্কা মারে আমাকে। স্থানীয় পুলিশ ছিল না। নির্বাচন কমিশনে জানাব।” তড়িঘড়ি গ্রিন করিডোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে মুখ্যমন্ত্রী কেন এই ধরনের কথা বললেন তার আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থক রা অপরদিকে মুখ্যমন্ত্রীর কথার সমর্থনে বিজেপিকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল। এরপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চিকিৎসকরা পর্যবেক্ষণের পর জানান বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।


সূত্রে খবর, আজ তাঁর রক্তের একাধিক রুটিন পরীক্ষা হবে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অন্তত ৪৮-৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত বোর্ড। দুপুর ১২টা নাগাদ মেডিক্যাল বোর্ডের একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে। সেখানে থাকবেন নিউরোসার্জেন, জেনারেল মেডিসিন, অ্যানস্থিশিয়া, এন্ডোক্রোনোলজি বিভাগের প্রতিনিধিরা।

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.