পত্রিকা প্রতিনিধিঃ নাকা চেকিংয়ের সময়ে গাড়ি তল্লাশি করতেই বেরিয়ে পড়ল বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা বর্ডার সীমান্তে। তবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, এদিন বিকেলে দীঘা বর্ডারে নাকা চেকিং চলছিল। ঠিক সেই সময় একটি চারচাকা গাড়ি ওড়িশা দিক থেকে দীঘায় আসতে দেখে তাকে আটকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই পুলিশ থ। এরাজ্যে নির্বাচনী প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন ওই গাড়িতে পাচার করা হচ্ছে গাঁজা ! গাড়ি ভেতরে থাকা দুটি ট্রলি ব্যাগের মধ্য থেকে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে রামনগর ১ সহ – নির্বাচনী আধিকারিক ও অন্যান্য প্রশাসনিক কর্তারা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ১ মহিলা ও ৩ জন গাঁজা পাচারকারী যুবককে আটক করেছে পুলিশ।
এবিষয়ে রামনগর ১ সহ – নির্বাচনী আধিকারিক বিষ্ণুপদ রায় বলেন ,দীঘা বর্ডার এলাকায় নাকা চেকিংয়ে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা সহ ১ জন মহিলা ও ৩ জন যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতদের মধ্যে ১ মহিলা ও ১ যুবকের বাড়ি এরাজ্যে। তবে বাকি দুজন যুবক পাশ্ববর্তী রাজ্য ওড়িশার বাসিন্দা। তবে কোথায় ওই বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছিল, আর কারা এর সঙ্গে জড়িত, কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ । শুক্রবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।