ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : প্রেমে প্রত্যাখ্যান হতেই মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে ঢুকে ছাত্রীর গলায় ছুরি চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত রসকুণ্ডু হাইস্কুলের। বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্রীর বাবাও। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গড়বেতা হাসপাতালে। ঘটনায় গোবিন্দ বিশ্বাস (২১) নামে এক যুবককে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

ওই যুবকের বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এর আগেও বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। উদ্ধার করে হোমে পাঠানো হয়। যদিও ওই নাবালিকা ছাত্রী আদালতে জানিয়েছিল সে নিজে একা পালিয়ে গিয়েছিল। তারপর থেকে তাদের দুজনের দূরত্ব তৈরি হয়। বুধবার দিন ইংরেজি বিষয়ের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা ছিল।
Love Rejection


আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে বিকল্প রাস্তা
আরও পড়ুন : যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ায় বাড়িতে ঢুকতে দিল না শ্বশুর বাড়ির লোকজন
পরীক্ষা শুরুর আগে বিদ্যালয়ে পৌঁছালে ওই ছাত্রীর গলায় গোবিন্দ ছুরি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। উত্তেজনা তৈরি হয় বিদ্যালয় চত্বরে। ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোবিন্দ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন : সরকারি ভাবে সবুজ বাজির স্টল মেদিনীপুরে
আরও পড়ুন : মেদিনীপুরে মেডিক্যাল হাসপাতালের গেটের মুখে দোকান উচ্ছেদ পুরসভার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Love Rejection
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper