Road Accident : পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সহ দুই শিশু। রবিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে স্কুটিতে করে নিজেদের গ্রামের বাড়ি বিশ্বনাথপুরে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে ছিল নাবালক ভাইপো ও ছেলে। এলাহিগঞ্জ এলাকায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা নির্মাণসামগ্রী বোঝায় ছোট চারচাকা (হাতিগাড়ি) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা সহ দুই শিশু। রবিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের এলাহিগঞ্জ এলাকায়। ওই মহিলার নাম নিয়তি ঘোড়াই। বাড়ি কেশপুরের বিশ্বনাথপুরে। জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে স্কুটিতে করে নিজেদের গ্রামের বাড়ি বিশ্বনাথপুরে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে ছিল নাবালক ভাইপো ও ছেলে।
এলাহিগঞ্জ এলাকায় উল্টোদিক থেকে দ্রুতগতিতে আসা নির্মাণসামগ্রী বোঝায় ছোট চারচাকা (হাতিগাড়ি) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় সকলকে উদ্ধার করে ভর্তি করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রত্যক্ষদর্শী মহিবুল হোসেন বলেন, “কেশপুরের দিক থেকে নির্মাণসামগ্রী বোঝায় গাড়িটি দ্রুতগতিতে মেদিনীপুরের দিকে আসছিল। ওই সময় স্কুটিতে করে এক মহিলা দুটি বাচ্চাকে নিয়ে কেশপুরের দিকে যাচ্ছিলেন।
ছোট হাতি চার চাকার গাড়িটি যেকোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভুল পথে এসে ওই মহিলার স্কুটিকে ধাক্কা মারে। ওই স্কুটিতে থাকা তিনজনেই গুরুতর জখম হয়েছে।” ঘটনার পর ওই চার চাকার গাড়ির চালক পলাতক। উত্তেজিত স্থানীয়রা মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে যেতে হয় কোতয়ালী থানার পুলিশকে। স্থানীয়রা দাবি তুলেছেন, নিত্য দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় বাম্পার বসানোর।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে পুকুর খননে উদ্ধার শতাধিক কার্তুজ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore