Home » Yellow Shimul Tree : পশ্চিম মেদিনীপুরে বিরল হলুদ শিমুল দর্শন, শোভাযাত্রা সহকারে দত্তক নিল বিদ্যালয়

Yellow Shimul Tree : পশ্চিম মেদিনীপুরে বিরল হলুদ শিমুল দর্শন, শোভাযাত্রা সহকারে দত্তক নিল বিদ্যালয়

by Biplabi Sabyasachi
0 comments

A rare sighting of the Yellow Shimul Tree in Paschim Medinipur, Teghari high school adopted the tree by accompanied by a procession

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লাল শিমুল দেখতে অভ্যস্ত সকলে। তার বাইরে নজর কেড়েছে হলুদ শিমুল ফুল। যতদূর জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরে একটি মাত্র হলুদ শিমুল ফুল গাছের হদিশ মিলেছে। সেই গাছ দত্তক নিল স্থানীয় উচ্চ বিদ্যালয়। কেশপুর ব্লকের তেঘরি এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠোনে রয়েছে হলুদ শিমুল ফুলের গাছ। সেই বিরল গাছ বুধবার দত্তক নিল তেঘরী উচ্চ বিদ্যালয়।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Yellow Shimul Tree
নিজস্ব চিত্র

ওই অনুষ্ঠানের নাম দিয়েছে “প্রীতির বন্ধনে হলদে শিমুল”। মূলত বিরল গাছ রক্ষার্থে এই উদ্যোগ বিদ্যালয়ের। এদিন ধামসা মাদল সহকারে শোভাযাত্রায় অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা। ছিলেন ওই গাছের মালিকের পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, গতবছর এই গাছটি ব্যবসায়ীকে বিক্রি করে দেয় মালিক। বিদ্যালয়ে খবর পৌঁছালে শিক্ষক হেদায়তুর রহমান খাঁন উদ্যোগ নেয় বিরল গাছটি রক্ষার্থে। খবর যায় বন দফতরে।

Yellow Shimul Tree

তৎকালীন গোদাপিয়াশাল রেঞ্জ অাধিকারিক বিশ্বজিত মাল নিজে উদ্যোগ নিয়ে মালিককে বোঝান বিরল গাছটি সম্পর্কে। তিনি এও জানিয়ে দেন গাছটি কাটতে পারবে না কেউ। বিদ্যালয়ের শিক্ষক খাঁন বাবু মানছেন, “গতবছর ব্যবসায়ীর কবল থেকে অনেক কষ্টে রক্ষা করতে পেরেছিলাম স্থানীয় পঞ্চায়েত ও গোদাপিয়াশাল বন দফতরের সহযোগিতায়।” এদিন তেঘরী উচ্চ বিদ্যালয় আত্মীয়তার বন্ধনে গাছটিকে দত্তক নিল।

আরও পড়ুন : ডেবরায় দ্রুতগতিতে বাইক চালানোর প্রতিবাদ করায় মারধরে মৃত্যু শিক্ষকের, গ্রেফতার ৫

উপস্থিত ছিলেন, মেদিনীপুর কলেজের অধ্যাপিকা সোমদত্তা ঘোষ, ভাদুতলা রেঞ্জ আধিকারিক মনোজিৎ শেট, তেঘরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মণ্ডল, উপপ্রধান বিকাশ পান সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাল্গুনী ঘনা বলেন, “যতদিন সম্ভব গাছটিকে বাঁচিয়ে রাখা এবং এর বীজ থেকে বংশ বিস্তার ঘটিয়ে যত বেশি সংখ্যক গাছ প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলবে। এর আগে ফল থেকে চারা তৈরি করা হলেও গাছ বাঁচানো খুবই কষ্ট। তবে দুটি চারা মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পার্কে লাগানো হয়েছিল, সে দুটি বেশ বড় হয়ে গিয়েছে।”

আরও পড়ুন : খড়্গপুরে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, ঘটনায় নয়া মোড়

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে বন্যপ্রাণ শিকার বন্ধ করে উৎসব করার আহ্বান বনদফতরের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Yellow Shimul Tree

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.