ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ ইস্যুতে মেদিনীপুরে প্রতিবাদ মিছিলে হাজির হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এসে ফের তিনি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচনে ব্যালট বক্সে পেচ্ছাব করেছিল কয়েকজন, আসলে এটা নির্বাচন কমিশন ও ডিএম, এসপি-র মুখে করেছে।” জেলার পুলিশ সুপারকেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “এ জেলাতে এমন অনেক জনপ্রতিনিধি আছে যারা পুলিশ, বিডিও-কে নিয়ে জয়লাভ করেছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কিন্তু পাবলিক তাকে গ্রামে ঢুকতে দিচ্ছে না, কারণ তারা জানে সে কিভাবে জয়ী হয়েছে। পঞ্চায়েত অফিসে তালা মেরে দিয়েছে তারা। তাই পুলিশকেও বলছি যাতে এসপি অফিসে, আইসি-র অফিসের তালা না মারতে হয়। আপনারা আইন মেনে চলুন। মানুষ ক্ষেপে গেলে কি হবে তা জানেন। শ্রীলঙ্কায় জানেন গত বছর কি হয়েছে।” মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটের প্রতিবাদে জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরে ডেপুটেশন কর্মসূচী ছিল সিপিএমের। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
Midnapore
সিপিএমের অভিযোগ, তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে প্রকাশ্যে চাপ দিয়েছিল পুলিশ। প্রচারেও বাধা দেওয়া হয়েছিল। এদিন মহম্মদ সেলিম বলেন, “আমরা পুলিশকে বলেছি তুমি যদি তৃণমূলের দালালি করো লোকে তৃণমূলের মত তোমারও বিরুদ্ধে হবে। মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী। পুলিশের আইজি, ডিআইজি এমন সব অপদার্থ গুলোকে রেখেছেন যে সেটা পুলিশের অফিস নাকি চিড়িয়াখানা সেটাই বুঝতে পারবেন না।”
আরও পড়ুন : বিদ্যুতে ফিক্সড ও মিনিমাম চার্জ বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহক সমিতির
আরও পড়ুন : আদালতের নির্দেশে অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠের রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভে পড়লো প্রশাসন
পাশাপাশি তিনি নিজের একটি বিতর্কিত উক্তি আরও একবার উস্কে বলেন, “বিদেশি মডেল বলে, তাদের বিভিন্ন নাম আছে। এরকম সব মডেলদের অ্যাকাউন্ট ভাড়া হয়। যেমন দেহ উপজীবীদের দেহ ভাড়া হয়। ঐরকম ভাবে অভিষেক বিদেশি জার্মান, ফ্রান্স, রাশিয়ান দেহ উপজীবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়েছে। আর সেখানে বিভিন্ন দুর্নীতির টাকা মেরে নিজের বান্ধবীদের অ্যাকাউন্টে রেখেছে।” তিনি আরও বলেন, “মালদাতে ভোট বাক্সে পেচ্ছাপ করে দিয়েছে।
আসলে ওই পেচ্ছাপটা ব্যালট বাক্সে নয়, রাজ্য নির্বাচন কমিশন, পুলিশের এসপি আর ডিএম-দের মুখে পেচ্ছাপ করেছে। এই পুলিশকেই মমতা ব্যানার্জী চাকরিপ্রার্থীদের কামড়াতে বলেছিলেন। আগে লোক বাড়িতে লিখতো কুকুর হইতে সাবধান, এখন কলকাতায় লেখে পুলিশ হইতে সাবধান। মমতা ব্যানার্জী, অভিষেক ও এসপি-কে বলছি দালালি করলে গঙ্গার ওপার থেকে এপারে নিয়ে আসতে পারে, কিন্তু মানুষ রেগে গেলে গঙ্গা থেকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে পারে।”
আরও পড়ুন : জল নেই, শুকনো জমিতেই পুঁতে দেওয়া হচ্ছে ধানের চারা, মাথায় হাত কৃষকদের
আরও পড়ুন : মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিনিয়রদের দ্বারা দুর্ব্যবহারের অভিযোগ দিল্লিতে, বৈঠকে অ্যান্টি র্যাগিং কমিটি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper