Midnapore : মেদিনীপুর শহরবাসীর একাংশ যেভাবে জল যন্ত্রনায় ভুগছেন, তাতে শুধু থার্মোকল ব্যবহার নয়, পুরসভা ও পূর্ত দফতরও দায়ী। শহরের প্রধান নিকাশি নালা দ্বারিবাঁধ খালের উপর থাকা কয়েকটি ব্রিটিশ আমলের কালভার্ট শহরবাসীকে জলে ডোবাচ্ছে। ওই কালভার্ট গুলিতে জল আটকে যাচ্ছে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরবাসীর একাংশ যেভাবে জল যন্ত্রনায় ভুগছেন, তাতে শুধু থার্মোকল ব্যবহার নয়, পুরসভা ও পূর্ত দফতরও দায়ী। শহরের প্রধান নিকাশি নালা দ্বারিবাঁধ খালের উপর থাকা কয়েকটি ব্রিটিশ আমলের কালভার্ট শহরবাসীকে জলে ডোবাচ্ছে। ওই কালভার্ট গুলিতে জল আটকে যাচ্ছে।
আরও পড়ুন : মেয়ে ও নাতনির উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত দাদু ও দিদিমা
কালভার্ট গুলির মাঝে একটা ‘পার্টিসন’ থাকায় জল আটকে থাকছে। শহরবাসীর দাবি ব্রিটিশ আমলের কালভার্ট ভেঙ্গে নতুন করে তৈরি করতে হবে। তাতে পুরসভাকে যেমন কয়েকটি কালভার্ট তৈরি করতে হবে তেমনি পূর্ত দফতরকেও নতুন করে কালভার্ট করতে হবে। যেমন মহাতাবপুর শ্মশানচকের অদূরে বাস রাস্তায় যে কালভার্টটি আছে, সেটি ভেঙ্গে নতুন করে করতে হলে পূর্ত দফতরকে করতে হবে।
Midnapore
আরও পড়ুন : রাস্তায় বিকল গাড়ি! সাহায্য করতে এসে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
আরও পড়ুন : ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা! পশ্চিম মেদিনীপুরে বিদ্যালয়ের গেটে তালা অভিভাবকদের
কিন্তু ওই কালভার্ট নিয়ে পূর্ত দপ্তরের কোন হেলদোল নেই। পুরসভা থেকেও একাধিকবার জানালেও পূর্ত দপ্তর কোন গা-করেনি বলে জানিয়েছেন কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। অথচ এই কালভার্টের জন্যে শুধু মহাতাবপুর নয় বক্সীবাজার এলাকাতেও বাড়িতে জল ঢুকে পড়েছে। দ্বারিবাঁধ খালের নোংরা জল বাড়িতে ঢুকে পড়ায় বাসিন্দারা ক্ষুদ্ধ। দ্বারিবাঁধ খালের উপর মোট ৭ টি কালভার্ট রয়েছে।
আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি
আরও পড়ুন : রাজ্যস্তরে ক্যুইজ প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য মেদিনীপুর রয়্যাল অ্যাকাডেমি’-র
যার মধ্যে ২ টি কালভার্ট নতুন করে তৈরি করতে হবে পূর্ত দফতরকে। বাকি ৫ টি কালভার্ট ভেঙ্গে নতুন করে তৈরি করতে হবে পুরসভাকে। বক্সীবাজার এলাকায় যে কালভার্টটি আছে সেটি ভেঙ্গে নতুন করে তৈরি করা জরুরি। ওই কালভার্টের জন্যে বুধবারের বৃষ্টিতে বক্সীবাজার এলাকায় বহু বাড়িতে জল ঢুকেছে বলে বিশ্বনাথ বাবু জানিয়েছেন।
আরও পড়ুন : জ্ঞানেশ্বরী কান্ডে সিবিআই এর কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
আরও পড়ুন : নালা উপচে বৃষ্টির জল ঢুকল কাউন্সিলরের বাড়িতে, ডুবল মেদিনীপুর শহরের অলিগলি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper