Fake journalist
পত্রিকা প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) এবার গ্রেফতার “ভুয়ো সাংবাদিক (Fake Journalist)”। গত শুক্রবার সন্ধ্যায় খড়্গপুর (Kharagpur) টাউন (Town) থানা গ্রেফতার করা হয় ভুয়ো সাংবাদিক রাহুল দাস (Rahul Das)-কে । একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের “ভুয়ো লোগো” ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই চ্যানেলের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়, পরে গ্রেফতার করা হয়। এমনটাই জানা গেল খড়্গপুর টাউন থানা সূত্রে।সম্প্রতি, বেশ কয়েক মাস ধরেই ভুয়ো লোগো ব্যবহার করে এবং সাংবাদিক পরিচয় দিয়ে, নানা অসামাজিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ ছিল রাহুলের বিরুদ্ধে।
আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে প্রকাশ্য দিবালোকে দুই নাবালিকা ছাত্রীকে অপহরণের চেষ্টা
এজন্য পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক মহল-ও যথেষ্ট ক্ষুব্ধ ছিল। অবশেষে, সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে রাহুল দাস’কে গ্রেফতার করা হয়। যদিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেকে Rahul Shinde পরিচয় দিয়ে রাখত সে। ডাক নাম ছিল বুবাই (Bubay) । বাড়ি ঘাটালে (Ghatal)। তবে, থাকত কখনও মেদিনীপুর (Midnapore) , কখনও খড়্গপুরে। এছাড়াও, বিভিন্ন সময় বিভিন্ন নাম ও পরিচয় ব্যবহার করত সে, এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট মহলের। শনিবার আদালতে তোলা হলে তাকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ আগস্ট ফের তাকে আদালতে তোলা হবে বলে জানা যায়।
আরও পড়ুন:- চালু হল নিউ জলপাইগুড়ি-দিঘা পাহাড়িয়া এক্সপ্রেস
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake journalist
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore