Home » শুভেন্দু ঘনিষ্ঠ ৩ জনকে অস্ত্র আইনে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ

শুভেন্দু ঘনিষ্ঠ ৩ জনকে অস্ত্র আইনে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Arms Act

আরও পড়ুন ঃবিদ্যুতের অনিয়মিত সরবরাহের দাবিতে কেশিয়াড়ীতে অভিনব প্রতিবাদ কর্মসূচী পালন

পত্রিকা প্রতিনিধিঃ রাজ্যের সেই বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) ঘনিষ্ঠ ৩ সহযোগীকে বেআইনি অস্ত্রের মামলায় গ্রেফতার করল তমলুক (Tamluk) থানার পুলিশ।

তমলুক থানা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বেআইনি অস্ত্র ও গুলি সহ তমলুকের (Tamluk) সোনাপাটিয়া (Sonapatia) টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)ঘনিষ্ট হলদিয়ার (haldia) বিজেপি নেতা সেখ আমির আলি (Sk. Amir Ali) ওরফে আরমান ভোলা সহ অরুণাভ কুইতি (Arunava Kuiti) ও হারাধন (haradhan) কে গ্রেফতার করা হয় । আটক করা হয়েছে ব‍্যবহৃত বিলাসবহুল গাড়িও।ধৃতদের গ্রেফতার করে তমলুক থানার পুলিশ।

নিজস্ব চিত্র

আজ তমলুক মহকুমা আদালতে তোলা হলে বেল খারিজ করে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর একের পর এক অনুগামীদের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে গ্রেপ্তার করা হচ্ছে।শুধু তাই নয় মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের কার্য কর্তাদের।
এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামছে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি।

সরকারি আইনজীবী সফিউল আকি খান (Safiul Aki Khan) বলেন-“বেআইনি (illegal arms) অস্ত্র গাড়িতে করে নিয়ে যাওয়া পথে গত রাতে তিনজন কে গেপ্তার করে তমলুক থানার পুলিশ।পুলিশের দাবি গাড়ির বৈধ কাগজপত্র ছিল না।গাড়িও আটক করেছে পুলিশ।ধৃত তিনজনের নাম শেখ আমির আলি ওরফে আরমান ভোলা,অরুনাভ কুইতি ও হারাধন কুইতি।তিনজনের বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়।আজ তমলুক আদালতে ধৃতদের তোলা হলে বিচারক ১১ দিনের পুলিশ হেপাজতের আদেশ দিয়েছে।আগামী ২৫ জুন তিনজন ধৃত কে পুনরায় আদালতে তোলা হবে।”

Advertisement
Advertisement

শুভেন্দু (suvendu)জানাণ, ‘‘ঘনিষ্ঠ শব্দটা সংবাদমাধ্যমের তৈরি।’’ এর পরেই শুভেন্দুর যুক্তি, ‘‘পশ্চিমবঙ্গে ২ মে-র পর থেকে ৩ হাজারের বেশি মিথ্যা মামলা রুজু হয়েছে। হলদিয়া থেকে হলদিবাড়ি পর্যন্ত সর্বত্র এমন মামলা হয়েছে।’’ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। এমনকি প্রতিটি অভিযোগের সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। তাঁর বক্তব্য, ‘‘এই মামলাগুলির ৯০ শতাংশই মিথ্যা। এটা বাংলায় নতুন কিছু নয়। সপ্তাহে সপ্তাহে মামলা হচ্ছে। এগুলো খুব ভুল হচ্ছে। এ সব করে বিরোধীদের রোখা যাবে না।’’

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Arms Act

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.