বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: এসআইআর এর শুনানিতে ডাক পেলেন প্রাক্তন কার্গিল যুদ্ধের সেনা জোওয়ান তথা বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের confidencial assiant (CA) অরুণ কুমার দৈত্য (Arun Kumar Ditya)। আগামী ২৯ জানুয়ারি মেদিনীপুর সদর বিডিও অফিসে বেলা সাড়ে বারোটা নাগাদ হাজিরা দিতে হবে। সেনা জোওয়ানের পিপিও এবং বাবা মা এর ভোটার কার্ড, নিজের মাধ্যমিকের সার্টিফিকেট, এডমিট সহ অন্যান্য নথি নিয়ে যাবেন বলে জানিয়েছেন অরুণ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : খড়্গপুর শহরের অদূরে দিনভর দাপালো দাঁতাল, উড়লো ড্রোন, সাহায্য নেওয়া হলো পুলিশের
কার্গিল যুদ্ধে অফিস ওয়ার্কের জন্য গিয়েছিলেন army supply corps এর হাবিলদার Arun Kumar Ditya ( বয়স ৪৯)। ১৯৭৬ সালে জন্ম সবং এর তেমাথানিতে। বর্তমানে মেদিনীপুর 236 বিধানসভা, 144 দক্ষিণ আমছাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 1264 নম্বরে নাম রয়েছে তার। 1996 সালের 4 জানুয়ারি army supply corps এ goya তে সিপাই পদে যোগদান করেন। গুলমার্ক, তিসুখিয়া, ব্যাঙ্গালোর, দিল্লি, শ্রীনগর, নাগপুর, নাগাল্যান্ড, অমৃতসর ঘুরে ব্যাঙ্গালোরে এসে ভিআরএস নেন 2017 সালে। অরুণ বলেন, 1998 সালে সবং এর বাড়ির ঠিকানায় ভোটার তালিকায় নাম তুলেছিলেন।

সেনা হওয়ার কারণে বাড়ি আসা কম হতো। সেই কারণে 2002 সালের তালিকায় নাম নেই। 2019 সালে মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে নাজির খানায় ক্লাক হিসেবে কাজে যোগদান। তারপরেই 2020 সালে আবার নাম তোলেন। পরে মেদিনীপুরে গোলাপিচক এলাকায় বাড়ি করার পর সেখানের ঠিকানায় ভোটার কার্ড এর অ্যাড্রেস করান। বাবা ও মা এর নাম রয়েছে 2002 এর তালিকায়, তা সত্বেও ডাক পড়েছে শুনানিতে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
SIR hearing
Biplabi Sabyasachi Largest Bengali Newspape