বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বাঁকুড়ার বিষ্ণুপুরে লেপার্ডের মৃত্যুর পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে ‘বাঘ’ আতঙ্ক। যা নিয়ে রীতিমত হলুস্থুল এলাকায়। স্থানীয়দের দাবি, এটি বাঘের পায়ের ছাপ। যদিও আতঙ্ক না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে বনদপ্তর। এলাকায় চলছে টহলদারি ও মাইকিং।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : *মান্থার প্রভাব!ক্ষতির সম্মুখীন চাষীরা*
বৃহস্পতিবার রাতে বাঁকুড়া বিষ্ণুপুর বনাঞ্চলের বাঁকাদহ-জয়রামবাটি রাস্তায় এক লেপার্ডের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় লেপার্ডটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান বনদপ্তরের। ওই লেপার্ডের সঙ্গিনী জঙ্গলে থাকার আশঙ্কাও করছে। সে বিষয়ে খোঁজ শুরু করেছে বনদপ্তর। মৃত লেপার্ডের ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোস্টম মোড়ের কৃষি জমিতে দেখা মিলল অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনার খবর জানাজানি হতে ওই এলাকায় যান বনকর্মীরা। যদিও এটি বাঘের পায়ের ছাপ কিনা তা নিশ্চিত করেনি বন বিভাগ। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে লেপার্ডের মৃত্যু এবং পায়ের ছাপকে কেন্দ্র করে। গ্রামবাসীদের অনুমান লেপার্ডের সঙ্গিনী থাকতে পারে এই জঙ্গলে।

কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জঙ্গল চত্বর। সজাগ দৃষ্টি রেখেছে বন বিভাগ। গড়বেতা রেঞ্জ আধিকারিক বিশ্বজিৎ মুদিকড়া জানিয়েছেন, “অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গেছে। কোন বন্যপ্রাণীর পায়ের ছাপ তা পরীক্ষা করা দেখা হচ্ছে। এলাকায় বনকর্মীরা টহল দিচ্ছেন। সবাইকে সতর্ক থাকার বার্তাও দেওয়া হচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Leopard death
Biplabi Sabyasachi Largest Bengali News paper