বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : তাল গাছ থেকে ব্যাগ নিয়ে নামতেই ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগ দেখে চক্ষু চড়ক গাছ তাদের। তাতে কয়েকশো বাদুড় মেরে রাখা রয়েছে। খবর যায় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা গিয়ে তাদের আটক করে নিয়ে আসে মেদিনীপুর রেঞ্জ অফিসে। ঘটনাটি বুধবার মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : বাংলাদেশী সন্দেহে উড়িষ্যার থানায় এখনও বন্দী রয়েছেন চন্দ্রকোনার শেখ হানিফ আলী
জানা গিয়েছে, ওই চারজন পালবাড়ি এলাকায় একটি তাল গাছে উঠে বাদুড় মারছিল। স্থানীয়রা বুঝতে পেরে তাদের গাছ থেকে নামিয়ে ঘিরে ধরেন।

আরও পড়ুন : শিলাবতী নদীর জলস্তর বেড়ে ফের প্লাবিত হচ্ছে ঘাটাল পৌর ও গ্রামীণ এলাকা।
ব্যাগে তল্লাশি চালিয়ে দেখতে পান কয়েকশো বাদুড় মেরে ফেলেছে। সঙ্গে বাদুড় ধরার একাধিক সরঞ্জাম ছিল তাদের কাছে। এরপরই বনকর্মীরা এসে ওই চারজনকে আটক করে। বনদপ্তর থেকে জানা গিয়েছে, ওই চারজন খড়্গপুরের নিমপুরা এলাকার বাসিন্দা। তারা এর আগেও এইভাবে বাদুড় মেরে তার মাংস সংগ্রহ করত। গোপগড় বিটের ভারপ্রাপ্ত আধিকারিক মলয় নন্দী বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই চারজনকে আটক করা হয়েছে। পাঁচ শতাধিক বাদুড় মেরেছে। বাদুড় ধরার জাল সহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bat killing
Biplabi Sabyasachi Largest Bengali Newspape