বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি পাকা রাস্তা। মাটির কাঁচা রাস্তায় যাতায়াতে সমস্যায় গ্রামবাসীরা। সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলে অভিযোগ। এমনই দুর্ভোগের ক্ষোভ আছড়ে পড়ল শুক্রবার। রাস্তা তৈরীর দাবিতে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে রাস্তা তৈরি করতে হবে। বিক্ষোভের সম্মুখীন হলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। তাঁকে ঘিরেও ক্ষোভ উগড়ে দিলেন মানুষজন। দ্রুত রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন সভাধিপতি ও বিধায়ক।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ছাতনিতলা থেকে সগড়িয়া পর্যন্ত তিন কিলোমিটারেরও বেশি রাস্তা বেহাল হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টি হলে এক হাঁটু কাদা। রাস্তার বেশিরভাগ অংশ গর্তে ভর্তি। সবচেয়ে সমস্যায় পড়তে হয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়। স্থানীয়রা জানাচ্ছেন, টোটোতে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উল্টে যায় টোটো। বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না ওই রাস্তা দিয়ে। বহুবার জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, তাতেও রাস্তার কাজ হয়নি। রাস্তা আরও খারাপ হয়েছে পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজে। ক্ষোভ সৃষ্টি হতেই শুক্রবার এগারোটা নাগাদ মেদিনীপুর-ঝাড়গ্রাম (ভায়া ধেড়ুয়া) রাজ্য সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। অবরোধ তুলতে হিমশিম খেতে হয় পুলিশকে। এদিন ওই এলাকার গোয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন অনুষ্ঠান ছিল। তাতে যোগ দিতে যাচ্ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি। অবরোধে আটকে পড়েন তিনিও।
আরও পড়ুন : ইতিহাস স্মরণ করাতে চার বিপ্লবীর নামে মেদিনীপুরের রাস্তার নামকরণ

আরও পড়ুন : দিনমজুরের মেয়ে! উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় রাজ্যে প্রথম ঝাড়গ্রামের মিনতি
গাড়ি থেকে নামতেই তাঁকে ঘিরে ক্ষোভ উগড়ে দিলেন অবরোধকারীরা। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত রাস্তা তৈরি করার। ওই অনুষ্ঠান থেকে ফিরে এসে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকেও বসবেন। এমনই প্রতিশ্রুতির পর যেতে দেওয়া হয়। এক ঘন্টা পরে অবরোধও তুলে নেয়। অনুষ্ঠান শেষে ফিরে এসে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকে বসেন সভাধিপতি ও বিধায়ক সুজয় হাজরা। দুজনেই কথা দিয়েছেন দ্রুত রাস্তা নির্মাণের। ওই তিন কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ এবছরই করা হবে বলেও জানান সুজয় হাজরা। না হলে তিনি ওই এলাকায় নিজের মুখ দেখাবেন না বলেও জানিয়েছেন গ্রামবাসীদের। সভাধিপতি প্রতিভা রানী মাইতি বলেন, “আমার কাছে এর আগে ওই বিষয়ে কেউ আবেদন জানায়নি। আজকেই প্রথম জেনেছি। রাস্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।” চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারকনাথ বেরা বলেন, “ওই রাস্তাটি নতুন ভাবে নির্মাণের প্রসেস চলছে। সমস্ত কাগজপত্র জমা দেওয়া হয়েছে, একটু সময় লাগবে। যেখানে গর্ত রয়েছে সেগুলোও এক সপ্তাহের মধ্যে চেষ্টা করা হচ্ছে মেরামত করার।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road protest
Biplabi Sabyasachi Largest Bengali Newspaper